আজ: শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ইং, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ১৭ই রমজান, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

০৭ ফেব্রুয়ারী ২০২২, সোমবার |

kidarkar

সাতকানিয়ায় ভোট কেন্দ্রে গুলি, ককটেল বিস্ফোরণ

শেয়ারবাজার ডেস্ক: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার খাগরিয়া ইউনিয়নে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও গুলি হওয়ার খবর পাওয়া গেছে। এই সময় কেন্দ্রে ককটেল বিস্ফোরণ করা হয়।

সোমবার (৭ ফেব্রুয়ারি) সকাল পৌনে ১০টার দিকে গণিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এই ঘটনা ঘটে।

খাগরিয়া ইউনিয়নের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বাঁশখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ওমর ফারুক এই তথ্য নিশ্চিত করে বলেন, এই ঘটনায় ভোটগ্রহণ স্থগিত করা হয়নি। আমরা পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে এনেছি।

এদিকে সোনাকানিয়া ইউনিয়নের একাধিক কেন্দ্রে স্বতন্ত্র প্রার্থীর এজেন্টকে বের করে দিয়ে জোরপূর্বক নৌকা প্রতীকে সিল মারার অভিযোগ উঠেছে। এই অভিযোগ করেছেন ১৭ নম্বর সোনাকানিয়া ইউনিয়নে আনারস প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ আবু তাহের। তবে এই অভিযোগ অস্বীকার করে প্রিসাইডিং অফিসার মোহাম্মদ ইফরাদ বিন মনির বলেন, এ ধরনের কোনো ঘটনা ঘটেনি।

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ১৬ ইউনিয়নে নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে কেন্দ্রে মোতায়েন রয়েছে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এই উপজেলায় মোট কেন্দ্র ১৪৫টি ও বুথ রয়েছে ৬৭১টি।

চেয়ারম্যান পদে ৩৮, সংরক্ষিত সদস্যতে ১৪২ ও সাধারণ সদস্য পদে ৫৮০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ২৩ জানুয়ারি প্রতিক বরাদ্দের পর থেকে প্রচারণার সময় সংঘর্ষে ১ জন নিহত ও শতাধিক ব্যক্তি আহত হয়।

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.