ব্যাংকারদের বেতন কাঠামো নির্ধারন কেন অবৈধ নয়

শেয়ারবাজার ডেস্ক: দেশে ব্যাংকারদের জন্য সর্বনিম্ন বেতন কাঠামো নির্ধারণ করে দেওয়া বাংলাদেশ ব্যাংকের সার্কুলার কেন অবৈধ হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। এক সপ্তাহের মধ্যে এই রুলের জবাব দিতে বলেছেন আদালত।
আজ সোমবার (৭ ফেব্রুয়ারি) হাইকোর্টের বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের সমন্বয়ে গঠিত বেঞ্চে এ আদেশ দেন।
সুপ্রিম কোর্টের আইনজীবী সাইফুর রহমান রাহী আদেশের বিষয়টি নিশ্চিত করেন। আদালতে আজ রিটের পক্ষে শুনানি করেন সুপ্রিমকোর্টের আইনজীবী এএম মাসুম ও সাইফুর রহমান রাহী।
এর আগে গত ২০ জানুয়ারি প্রথমবারের মতো ব্যাংকারদের জন্য সর্বনিম্ন বেতন ২৮ হাজার টাকা বেঁধে দিয়ে নির্দেশনা জারি করে বাংলাদেশ ব্যাংক।
একইসঙ্গে লক্ষ্য অর্জন করতে না পারা বা অদক্ষতার অজুহাতে চাকরি থেকে কাউকে বাদ দেওয়া যাবে না বলেও জানায় কেন্দ্রীয় ব্যাংক। সেখানে বলা হয়, চলতি বছরের মার্চ থেকে এই নির্দেশনা কার্যকর হবে।
পরে বেসরকারি ব্যাংকগুলোর ন্যূনতম বেতন কাঠামোর নির্দেশনার কিছু শর্ত আংশিক শিথিল করে ১ ফেব্রুয়ারি এ সংক্রান্ত আরেকটি সার্কুলার জারি করা হয়।
স্যার এই আইনটা গরিবদের জন্য অনেক উপকার আমরা গরিবরা অনেক উপকৃত হব এই আইনটা খারিজ করে দেয়া হোক আমরা গরীব মানুষ অনেক উপকার পাব। বাংলাদেশ ব্যাংকের সার্কুলার বলবদ রাখা হোক
বর্তমানে দেশের দ্রবমুল্য উর্ধগতির সাথে তাল মিলিয়ে উঠতে বেতন কাঠামো নির্ধারণ যুক্তিযুক্ত।
টিক বেতন বাড়ানো হোক,,,আমরা সাধারন মানুষ নিরাপত্তাকর্মির চাকরি করে মাসে পাই ৫৫০০ টাকা এ দিয়ে কি সংসার চলে,,, বেতন টা বাড়ানো যৌক্তিক ছিলো
Jar jemon profit shaiya vabe salary dibe! Bb akhane nak gola be keno?