আজ: শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ইং, ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

০৯ ফেব্রুয়ারী ২০২২, বুধবার |

kidarkar

সার্চ কমিটিতে প্রস্তাবনা নিয়ে আ. লীগে যাদের গুঞ্জন

শেয়ারবাজার ডেস্ক: সার্চ কমিটিতে প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার হিসেবে নাম প্রস্তাবনা নিয়ে আওয়ামী লীগে এরই মধ্যে গুঞ্জন শুরু হয়েছে। মঙ্গলবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে হওয়া আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সভায় উপস্থিত একাধিক নেতা বিষয়টি নিশ্চিত করেছেন

ক্লিন ইমেজ, বিতর্কমুক্ত ও দলীয় পরিচয় নেই এমন ব্যক্তিদের নাম প্রস্তাব করতে চায় দলীয় সভাপতি শেখ হাসিনাসহ বৈঠকে উপস্থিত সকলেই। ১০ জনের নামের তালিকা তৈরি করা হবে বলে জানান তারা।

সভাপতিমণ্ডলীর এক সদস্য বলেন, প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনার কারা হতে পারেন এমন যোগ্যতাসম্পন্ন পছন্দের ব্যক্তিদের নাম চান দলীয় সভাপতি শেখ হাসিনা। বৈঠকে উপস্থিত প্রত্যেক সদস্য পাঁচজনের নাম প্রস্তাব করেন দলীয় সভাপতির কথা মতো।

এসব প্রস্তাবে উঠে আসে সাবেক মন্ত্রিপরিষদ সচিব বর্তমানে বিশ্ব ব্যাংকে প্রকল্প নির্বাহী হিসেবে কর্মরত মোহাম্মদ শফিউল আলমের নাম। অপরজন হচ্ছেন নির্বাচন কমিশনের সাবেক সচিব এবং পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) সাবেক চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক। উঠে এসেছে সাবেক মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররফ হোসেন ভুঁইয়া, সাবেক আইন সচিব কাজী হাবিবুল আউয়ালের নাম।

তবে এসব ব্যক্তিদের নিয়ে কোন আলোচনা হয়নি বৈঠকে।

নির্বাচন কমিশন গঠনের জন্য নবগঠিত সার্চ কমিটি নিবন্ধিত রাজনৈতিক দলগুলো থেকে আগামী ১০ ফেব্রুয়ারির মধ্যে যোগ্য ব্যক্তিদের নামের তালিকা চেয়েছে।

দলগুলো অনধিক ১০ জনের নাম প্রস্তাব পাঠাতে পারবে। পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্তসহ প্রস্তাবিত নাম সরাসরি মন্ত্রিপরিষদ বিভাগে বা ই-মেইলে ([email protected]) পাঠাতে হবে।

বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হচ্ছে আগামী ১৪ ফেব্রুয়ারি। ফলে নবগঠিত সার্চ কমিটি সিইসি ও চারজন নির্বাচন কমিশনার নিয়োগে রাষ্ট্রপতির কাছে সুপারিশ করবে। এ সুপারিশ পেশ করতে হবে ১৫ কার্যদিবসের মধ্যে।

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.