‘কৃষিবিদ ফিড দুর্বার গতিতে এগিয়ে চলছে ’

শেয়ারবাজার ডেস্ক : শেয়ারবাজারে তালিকাভুক্ত কৃষিবিদ ফিডের চেয়ারম্যান ড. আফজাল বলেছেন, মানুষের আস্থা ও ভালবাসা নিয়ে দুর্বার গতিতে এগিয়ে চলছে কৃষিবিদ ফিড। মানুষের আস্থা এবং আমাদের সামর্থের সংমিশ্রনে আগামী এক বছরে আমরা আমাদের বর্তমান সক্ষমতা দিগুণ করতে চাই।
সম্প্রতি কৃষিবিদ সিটিতে অনুষ্ঠিত ‘ডাবলিং দ্যা ফিগার’ শীর্ষক সেলস্ সভায় তিনি এ কথা বলেন।
ড. আফজাল বলেন, আইপিও থেকে প্রাপ্ত টাকা দিয়ে ইতোমধ্যে দিনাজপুর ও মাগুরায় পৃথক দুটি ফিড মিলের নির্মাণ কাজ চলছে। বর্তমানে কৃষিবিদ ফিড প্রতি মাসে ছয় হাজার মেট্রিক টন ক্যাটল, ফিস ও পোল্ট্রি ফিড উৎপাদন করছে। নির্মানাধীন দুটি ফিড মিলের কাজ সম্পন্ন হলে প্রতি মাসে ১২,০০০ মেট্রিক টন ফিড উৎপাদন ও বিপনণ করতে পারবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কৃষিবিদ গ্রুপের চেয়ারম্যান প্রফেসর ড. রফিকুল ইসলাম সরকার, কৃষিবিদ গ্রুপের ডিএমডি কৃষিবিদ মু. আলমগীর, কৃষিবিদ ফিড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ রেজাউল করিম খান টুটুলসহ সারাদেশ থেকে আগত বিপনণ বিভাগের কর্মকর্তাবৃন্দ।
অনুষ্ঠানে ২০২১ সালের বেষ্ট সেলারকে পুরস্কার প্রদান কর হয়।
Doya kori apnara aro egiye jan
কৃষিবিদ ফিডমিল দিনাজপুরের কোথায় অবস্থিত ঠিকানা সহ জানাবেন ধন্যবাদ।