আইপিএলে চড়া দাম পেলেন `বেবি এবি’

স্পোর্টস ডেস্ক: ব্যাঙ্গালুরুর অনুষ্ঠিত আইপিএলের মেগা নিলামের প্রথম দিন চমক হয়ে এসেছেন দক্ষিণ আফ্রিকার ১৮ বছর বয়সী ব্যাটার ডেওয়াল্ড ব্রেভিস। সদ্য অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলা এই তরুণকে ৩ কোটি রুপি দিয়ে দলে নিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স।
তাঁর ভিত্তি মূল্য ছিলো মাত্র ২০ লাখ রুপি। সেখান থেকে পাঞ্জাব কিংস ও চেন্নাই সুপার কিংস বিড শুরু করে। পাঞ্জাব-চেন্নাই-এর টানাটানির মধ্যে বাজিমাত করে মুম্বাই। কিনে নেয় মোটা অর্থ দিয়ে।
তাঁকে ৩ কোটি রুপি দিয়ে কেনার কারণ আছে। দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার এবি ডি ভিলিয়ার্স-এর সংগে তুলনা করা হচ্ছে ব্রেভিসকে। বলা হচ্ছে নতুন এবি ডি ভিলিয়ার্স। এরই মধ্যে তাঁর নাম দাঁড়িয়ে গেছে ‘বেবি এবি’।
ব্রেভিস এবারের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ব্যাট হাতে সর্বোচ্চ রান করেছেন। তাঁর দল দক্ষিণ আফ্রিকা যুবা বিশ্বকাপে সাতে থেকে শেষ করলেও দুর্দান্ত ব্যাটিং করে বেবি এবি টুর্নামেন্ট সেরার পুরস্কার পেয়েছেন।
তরুণ এই ব্যাটারকে মুম্বাই ইন্ডিয়ান্স আইপিএলের আসছে আসরে একাদশে রাখতে পারবে কি না বলা কঠিন। তবে তাঁকে ভবিষ্যতের জন্য তৈরি করার ভালো সুযোগ মনে করছে আইপিএলের সফলতম দলটি। সেজন্যই মোটা অর্থ দিয়ে তাঁকে দলে নিয়েছে মুম্বাই।