ব্যপক দরপতনে যুক্তরাষ্ট্রের শেয়ারবাজার; ইউরোপ ও এশিয়ায় মিশ্র অবস্থা

শেয়ারবাজার রিপোর্ট: ব্যাপক দরপতনে রয়েছে যুক্তরাষ্ট্রের শেয়ারবাজার। এছাড়া মিশ্র অবস্থায় রয়েছে ইউরোপ ও এশিয়ার শেয়ারবাজার। নিম্নে বিশ্বের বিভিন্ন দেশের শেয়ারবাজারের চিত্র তুলে ধরা হলো:
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজার: ব্যাপক দরপতনে সপ্তাহ শেষ করেছে যুক্তরাষ্ট্রের বেশিরভাগ শেয়ারবাজার। যুক্তরাষ্ট্রের শেয়ারবাজার ডাউ জোন্সের সূচক সপ্তাহের শেষ কার্যদিবসে ১.৪৩ শতাংশ বা ৫০৩.৫৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৩৪৭৩৮.০৬ পয়েন্ট। সপ্তাহজুড়ে স্টক এক্সচেঞ্জটির সূচক ১ শতাংশ কমেছে। এসঅ্যান্ডপি ৫০০ ইনডেক্স ১.৯০ শতাংশ বা ৮৫.৪৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪৪১৮.৬৪ পয়েন্টে। সপ্তাহজুড়ে এসঅ্যান্ডপি’র সূচক ১.৮২ শতাংশ কমেছে। নাসডাক কম্পোজিট সূচক আগের দিনের চেয়ে ২.৭৮ শতাংশ বা ৩৯৪.৪৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩৭৯১.১৫ পয়েন্টে। সপ্তাহজুড়ে নাসডাকের সূচক ২.১৮ শতাংশ কমেছে। নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জের সূচক আগের দিনের চেয়ে ১.১৩ শতাংশ বা ১৯০.৯৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৬৬৬৪.৯৯ পয়েন্টে। সপ্তাহজুড়ে স্টক এক্সচেঞ্জটির সূচক ০.২২ শতাংশ কমেছে।
ইউরোপের শেয়ারবাজার: যুক্তরাষ্ট্রের চেয়ে অপেক্ষাকৃত ভালো অবস্থায় রয়েছে ইউরোপের বেশিরভাগ শেয়ারবাজার। যুক্তরাজ্যের এফটিএসই-১০০ ইনডেক্স গত সপ্তাহের শেষ কার্যদিবসে ০.১৫ শতাংশ বা ১১.৩৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৭৬৬১.০২ পয়েন্টে। সপ্তাহজুড়ে এফটিএসই-১০০ সূচক ১.৯২ শতাংশ বেড়েছে। জার্মানির শেয়ারবাজার ডেক্স ইনডেক্স এর সূচক আগের দিনের চেয়ে ০.৪২ শতাংশ বা ৬৫.৩২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৫৪২৪.১২ পয়েন্টে। সপ্তাহজুড়ে স্টক এক্সচেঞ্জটির সূচক ২.১৬ শতাংশ বেড়েছে। ফ্রান্সের সিএসি-৪০ ইনডেক্স আগের দিনের চেয়ে ১.২৭ শতাংশ বা ৮৯.৯৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৭০১১.৬০ পয়েন্টে। সপ্তাহজুড়ে স্টক এক্সচেঞ্জটির সূচক ০.৮৭ শতাংশ বেড়েছে। ইতালির স্টক এক্সচেঞ্জ এফটিএসই এমআইবি ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৮২ শতাংশ বা ২২৪.১০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২৬৯৬৬.১০ পয়েন্টে। সপ্তাহজুড়ে স্টক এক্সচেঞ্জটির সূচক ১.৩৬ শতাংশ বেড়েছে।
এশিয়ার শেয়ারবাজার: মিশ্র অবস্থায় রয়েছে এশিয়ার শেয়ারবাজার। গত সপ্তাহের শেষ কার্যদিবসে জাপানের শেয়ারবাজার নিক্কি ২২৫ এর সূচক আগের দিনের চেয়ে ০.৪২ শতাংশ বা ১১৬.২১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২৭৬৯৬.০৮ পয়েন্টে। সপ্তাহজুড়ে স্টক এক্সচেঞ্জটির সূচক ১.৬৭ শতাংশ বেড়েছে। হংকংয়ের শেয়ারবাজার হ্যাং সেং এর সূচক আগের দিনের চেয়ে ০.০৭ শতাংশ বা ১৭.৬৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২৪৯০৬.৬৬ পয়েন্টে। সপ্তাহজুড়ে স্টক এক্সচেঞ্জটির সূচক ১.৩৬ শতাংশ বেড়েছে। চীনের শেয়ারবাজার সাংহাই সী কম্পোজিটের সূচক আগের দিনের তুলনায় ০.৬৬ শতাংশ বা ২২.৯৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৩৪৬২.৯৫ পয়েন্টে। সপ্তাহজুড়ে স্টক এক্সচেঞ্জটির সূচক ৩.০২ শতাংশ বেড়েছে। ভারতের বোম্বে স্টক এক্সচেঞ্জের সেনসেক্স-৩০ ইনডেক্স আগের দিনের চেয়ে ১.৩১ শতাংশ বা ৭৭৩.১১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫৮১৫২.৯২ পয়েন্টে। সপ্তাহজুড়ে স্টক এক্সচেঞ্জটির সূচক ০.৮৪ শতাংশ কমেছে। এছাড়া সিঙ্গাপুরের এফটিএসই স্ট্রেট টাইম ইনডেক্স আগের দিনের চেয়ে ০.০৩ শতাংশ বা ০.৯৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৩৪২৮.৯৫ পয়েন্টে। সপ্তাহজুড়ে স্টক এক্সচেঞ্জটির সূচক ২.৯৩ শতাংশ বেড়েছে।
বাংলাদেশে শেয়ারবাজার ব্যপক দরপতনে চলে। বীমাখাতের শেয়ারের দাম বাড়ছে না তদন্ত করে দেখা উচিত।