আইপিএলে সবচেয়ে দামী ক্রিকেটার যারা

স্পোর্টস ডেস্ক: বিশ্বের সবচেয়ে বড় ও জমজমাট ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ ভারতের আইপিএল। চলতি বছরে আইপিএলের নিলাম থেকে ২০৪ জন ক্রিকেটার দল পেয়েছেন। তবে এবার সাকিবসহ বেশ কিছু তারকা ক্রিকেটার দল পাননি। এ ছাড়া নিলামে দামি ক্রিকেটারদের মধ্যে অধিকাংশ ভারতীয়।
এবারের আইপিএল নিলামে সবচেয়ে দামি ক্রিকেটার হিসেবে ভারতীয় উইকেটকিপার ব্যাটসম্যান ঈশান কিষানকে ১৫ কোটি ৭৫ লাখ টাকায় কিনেছে মুম্বাই ইন্ডিয়ান্স।
দ্বিতীয় সর্বোচ্চ দীপক চাহারকে ১৪ কোটি রুপিতে কিনেছে চেন্নাই সুপার কিংস। ১২ কোটি ২৫ লাখ রুপিতে শ্রেয়াস আয়ারকে দলে ভিড়িয়েছে কোলকাতা নাইট রাইডার্স (কেকেআর)।
লিয়াম লিভিংস্টোনকে ১১ কোটি ৫০ লাখ রুপিতে দলে নিয়েছে পাঞ্জাব কিংস। শার্দুল ঠাকুরকে ১০ কোটি ৭৫ লাখ রুপিতে নিয়েছে দিল্লি ক্যাপিটালস। হার্ষাল প্যাটেল ও ওয়ানিন্দু হাসারাঙ্গাকে ১০ কোটি ৭৫ লাখ রুপিতে কেনেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু।
নিকোলাস পুরানওকে ১০ কোটি ৭৫ লাখ রুপিতে কিনেছে সানরাইজার্স হায়দারাবাদ। লকি ফার্গুসনকে গুজরাট টাইটানস কিনেছে ১০ কোটি রুপিতে।
এছাড়া প্রসিধ কৃষ্ণও ১০ কোটি রুপিতে রাজস্থান রয়্যালস এবং আবেশ খানকে ১০ কোটি রুপিতে কিনেছে লখনউ সুপার জায়ান্টস