মামুন এগ্রোর লেনদেন শুরু

শেয়ারবাজার ডেস্ক : শেয়ারবাজার থেকে অর্থ উত্তোলনের অনুমোদনের পর কোয়ালিফাইড ইনভেস্টর অফার (কিউআইও) প্রক্রিয়া সম্পন্ন করা মামুন এগ্রো প্রোডাক্টস লিমিটেডের শেয়ার প্রথম দিন ১১ টাকায় লেনদেন শুরু হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, দুপুর পৌনে ১২টা পর্যন্ত কোম্পানিটির মাত্র একবার হাত বদল হয়েছে। ১০ টাকা অভিহিত মূল্যের এই কোম্পানির শেয়ার ১১ টাকায় লেনদেন হয়েছে। অর্থাৎ এ সময় পর্যন্ত কোম্পানিটির শেয়ারপ্রতি দর ১ টাকা বা ১০ শতাংশ বেড়েছে।
‘এন’ ক্যাটাগরিভুক্ত মামুন এগ্রো প্রোডাক্টসের ট্রেডিং কোড হচ্ছে : “MAMUNAGRO” এবং কোম্পানি কোড হচ্ছে : ৬৮০০১।
গত ১৩ ফেব্রুয়ারি কোম্পানিটির কিউআরওতে আবেদনকারিদের বেনিফিসিয়ারি ওনার্স (বিও) হিসাবে বরাদ্দ পাওয়া শেয়ার প্রেরণ করা হয়েছে। আর ২৩ থেকে ২৭ জানুয়ারি পর্যন্ত কিউআরওতে আবেদন গ্রহণ করা।
গত ২৮ অক্টোবর শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৭৯৭তম সভায় কোম্পানিটির কিউআইও’র অনুমোদন দেয়া হয়।
কোম্পানিটি কিউআইও এর মাধ্যমে প্রতিটি ১০ কোটি টাকা উত্তোলনের জন্য প্রতিটি ১০ টাকা মূলে ১ কোটি শেয়ার ইস্যু করে। উত্তোলিত অর্থ দিয়ে বিল্ডিং ও সিভিল নির্মাণ, চলতি মূলধন ও ইস্যু ব্যবস্থাপনা খরচ খাতে ব্যয় করবে কোম্পানিটি।