ব্যক্তিগত অর্থায়ণ হতে জনাব শামসুল আলম শামীম আঞ্জুমান মুফিদুল ইসলাম হাসপাতাল ও ভবন নির্মাণে ১০ লক্ষ টাকা প্রদান

শেয়ারবাজার ডেস্ক: আঞ্জুমান মুফিদুল ইসলাম একটি জনকল্যান সংস্থা। জনগনের দান অনুদান দিয়ে এই সংস্থার কার্যক্রম পরিচালিত হয়। আঞ্জুমানের কার্যক্রম আরও প্রসারিত করা এবং স্বনির্ভরশীল হাওয়ার জন্য ২১, এম এম আলী রোডস্থ, মেহেদীবাগ, চট্টগ্রাম-এর নিজস্ব ২২ কাঠা জায়গায় আঞ্জুমান মুফিদুল ইসলাম চট্টগ্রাম হাসপাতালের (২৪ তলা) বহুতল ভবন নির্মাণ প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এই নির্মাণ প্রকল্পের সহায়তা হিসেবে অত্র সংস্থার সহ সভাপতি ও সিভিও পেট্রোক্যামিকেল রিফাইনারী লিঃ এর সম্মানীত চেয়ারম্যান জনাব শামসুল আলম শামীম অদ্য ১৪/০২/২০২২ খ্রিঃ তারিখ সংস্থার সভাপতি ও পুলিশ কমিশনার, সি, এম, পি জনাব সালেহ মোহাম্মদ তানভীর পিপিএম এর নিকট ব্যক্তিগত অর্থায়ণ হতে ১০,০০,০০০/- (দশ লক্ষ) টাকার একটি চেক অনুদান হিসেবে হস্তান্তর করেন। এ সময় উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (সদর) সি এম পি জনাব মোঃ আমির জাফর, বিপিএম, সিভিও পেট্রোক্যামিকেল রিফাইনারী লিঃ এর পক্ষে উপস্থিত ছিলেন কোম্পানী সচিব জনাব খাজা মঈন উদ্দীন হোসেন, ম্যানেজার ফ্যাইন্যান্স জনাব মোঃ ফারুক ও আঞ্জুমান মুফিদুল ইসলামের সহকারী পরিচালক মোঃ সেলিম নাসের।