আজ: শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩ইং, ১৬ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

০২ মার্চ ২০২২, বুধবার |

kidarkar

বিজয় নগরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

শেয়ারবাজার ডেস্ক:ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় কাভার্ডভ্যানের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে চারজনে দাঁড়িয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আহতদের মধ্যে ফরিদ মিয়া (৪৫) ও হোসনে আরা (৪৮) নামে আরও দুজন মারা গেছেন।

খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহজালাল আলম ও সরাইল ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ পরিদর্শক সুবল চন্দ্র দেবনাথ বিষয়টি নিশ্চিত করেছেন।

বুধবার সকাল পৌনে ৭টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের রামপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই বিজয়নগর উপজেলার ইব্রাহিমপুর গ্রামের কামাল মিয়ার স্ত্রী মুর্শেদা (৫০) ও দুদু মিয়ার (৬০) মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহজালাল আলম জানান, সিলেটগামী একটি কাভার্ডভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও সরাইল ফায়ার সার্ভিস গিয়ে হতাহতদের উদ্ধার করে। এতে ঘটনাস্থলেই দুইজন মারা যান। আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

পরে সেখান থেকে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নেওয়া হলে হোসনে আরা নামের একজন মারা যান। ফরিদ মিয়া নামের আরও একজন ঢাকায় নেওয়ার পথে মারা যান বলেও জানান তিনি।

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.