টি-টোয়েন্টি সিরিজের টিকিট বিক্রি শুরু

স্পোর্টস ডেস্ক:বাংলাদেশ-আফগানিস্তান দুই ম্যাচের টি-২০ সিরিজের জন্য টিকিট বিক্রি শুরু হচ্ছে আজ বুধবার। টিকিট বিক্রি হবে মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে। সকাল ৯টা থেকে বিকাল ৬টা পর্যন্ত টিকিট কিনতে পারবেন দর্শকরা।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দুটি টি-২০ ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ৩ ও ৫ মার্চ। ম্যাচের দিন সকালেও টিকিট কেনা যাবে।
মঙ্গলবার (১ মার্চ) টিকিটের মূল্য প্রকাশ করেছে বিসিবি। সর্বনিম্ন ১০০ টাকা থেকে সর্বোচ্চ ১ হাজার টাকায় কেনা যাবে টিকিট। গ্র্যান্ড স্ট্যান্ড ১ হাজার টাকা, ভিআইপি স্ট্যান্ড ৫০০ টাকা, ক্লাব হাউজ ৩০০ টাকা, সাউদার্ন-নর্দান স্ট্যান্ড ১৫০ টাকা ও ইস্টার্ন স্ট্যান্ডের টিকিটের মূল্য ধরা হয়েছে ১০০ টাকা।
করোনার বিধিনিষেধ উঠে যাওয়ায় চট্টগ্রামে ওয়ানডে সিরিজে মাঠের ধারণ ক্ষমতার ৫০ ভাগ টিকিট বিক্রি করা হয়েছিল। তবে টি-২০ তে শতভাগ টিকিট বিক্রির পরিকল্পনা রয়েছে বিসিবির।