আজ: সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩ইং, ১৯শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

০২ মার্চ ২০২২, বুধবার |

kidarkar

বিশ্বে করোনায় মৃত্যু ছাড়ালো ৫৯ লাখ ৮৩ হাজার

আন্তর্জাতিক ডেস্ক:বিশ্বজুড়ে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৫৯ লাখ ৮৩ হাজার ২২৯ জনে। আর এ পর্যন্ত আক্রান্ত হয়ে শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৩ কোটি ৮৫ লাখ ১০ হাজার ৮২৭ জনে।

বুধবার (২ মার্চ) সকালে বৈশ্বিক পর্যায়ে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার নিয়মিত আপডেট দেওয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য জানা গেছে।

ওয়ার্ল্ডোমিটারের সর্বশেষ তথ্যানুযায়ী, গত ২৪ ঘন্টায় বিশ্বে ৬ হাজার ৮১৩ জনের মৃত্যু হয়েছে। আর এ সময় নতুন করে শনাক্ত হয়েছেন আরও ১৩ লাখ ৩৭ হাজার ৩৯৮ জন।

গত ২৪ ঘণ্টায় ভাইরাসটিতে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন প্রায় ২০ লাখ ৭৪ হাজার ৩৭৬ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৩৭ কোটি ৯ লাখ ২৮৮ জন।

গত ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি এক হাজার ৪৫১ জনের মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। এসময়ে হয়েছেন ৪১ হাজার ৮৯৯ জন। এ নিয়ে করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশটিতে মৃত্যু বেড়ে পৌঁছেছে ৯ লাখ ৭৭ হাজার ৪০২ জনে।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে বিশ্বের প্রথম করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়। করোনায় প্রথম মৃত্যুর ঘটনাটিও ঘটেছিল চীনে।

তারপর অত্যন্ত দ্রুতগতিতে বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়তে শুরু করে প্রাণঘাতী এই ভাইরাসটি। পরিস্থিতি সামাল দিতে ২০২০ সালের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি অবস্থা জারি করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

কিন্তু তাতেও অবস্থার উন্নতি না হওয়ায় অবশেষে ওই বছরের ১১ মার্চ করোনাকে মহামারি হিসেবে ঘোষণা করে ডব্লিউএইচও।

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.