আজ: বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩ইং, ২২শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

০২ মার্চ ২০২২, বুধবার |

kidarkar

বড় পতন শেয়ারবাজারে, লেনদেন আড়াই মাসে সর্বনিম্ন

শেয়ারবাজার ডেস্ক : বুধবার (০২ মার্চ) আবার বড় পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে শেয়রবাজারে। এদিন শেয়ারবাজারের সব সূচক কমেছে। সূচকের সাথে বেশিরভাগ সিকিউরিটিজ এবং টাকার পরিমাণে লেনদেনও কমেছে। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন আড়াই মাসের মধ্যে সবচেয়ে কম হয়েছে।

আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৫৩.৯৫ পয়েন্ট বা ০.৭৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৬৯৯.৭ ৩পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১০.৩০ পয়েন্ট বা ০.৭০ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ১৯.৪৫ পয়েন্ট বা ০.৭৮ শতাংশ কমে দাঁড়িয়েছে এক হাজার ৪৪৩.৪২ পয়েন্টে এবং দুই হাজার ৪৭০.৫০ পয়েন্টে।

ডিএসইতে আজ টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৬৫৬ কোটি ৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট। ডিএসইর আজকের লেনদেন দুই মাস ১১ দিন বা ৫০ কার্যদিবসের মধ্যে সর্বনিম্ন। এর আগে ২০২১ সালের ২১ ডিসেম্বর আজকের চেয়ে কম অর্থাৎ ৬৫২ কোটি টাকার লেনদেন হয়েছিল।

ডিএসইতে আজ ৩৭৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৫৮টির বা ১৫.৩০ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। দর কমেছে ২৮৮টির বা ৭৫.৯৯ শতাংশের এবং ৩৩টি বা ৮.৭১ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ১২০.৮৮ পয়েন্ট বা ০.৬১ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৯ হাজার ৫৯৮.৪৪ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৮৩টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৪৪টির, কমেছে ২১৪টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫টির দর। আজ সিএসইতে ২৪ কোটি ৮১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

৭ উত্তর “বড় পতন শেয়ারবাজারে, লেনদেন আড়াই মাসে সর্বনিম্ন”

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.