বড় পতন শেয়ারবাজারে, লেনদেন আড়াই মাসে সর্বনিম্ন

শেয়ারবাজার ডেস্ক : বুধবার (০২ মার্চ) আবার বড় পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে শেয়রবাজারে। এদিন শেয়ারবাজারের সব সূচক কমেছে। সূচকের সাথে বেশিরভাগ সিকিউরিটিজ এবং টাকার পরিমাণে লেনদেনও কমেছে। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন আড়াই মাসের মধ্যে সবচেয়ে কম হয়েছে।
আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৫৩.৯৫ পয়েন্ট বা ০.৭৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৬৯৯.৭ ৩পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১০.৩০ পয়েন্ট বা ০.৭০ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ১৯.৪৫ পয়েন্ট বা ০.৭৮ শতাংশ কমে দাঁড়িয়েছে এক হাজার ৪৪৩.৪২ পয়েন্টে এবং দুই হাজার ৪৭০.৫০ পয়েন্টে।
ডিএসইতে আজ টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৬৫৬ কোটি ৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট। ডিএসইর আজকের লেনদেন দুই মাস ১১ দিন বা ৫০ কার্যদিবসের মধ্যে সর্বনিম্ন। এর আগে ২০২১ সালের ২১ ডিসেম্বর আজকের চেয়ে কম অর্থাৎ ৬৫২ কোটি টাকার লেনদেন হয়েছিল।
ডিএসইতে আজ ৩৭৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৫৮টির বা ১৫.৩০ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। দর কমেছে ২৮৮টির বা ৭৫.৯৯ শতাংশের এবং ৩৩টি বা ৮.৭১ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ১২০.৮৮ পয়েন্ট বা ০.৬১ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৯ হাজার ৫৯৮.৪৪ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৮৩টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৪৪টির, কমেছে ২১৪টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫টির দর। আজ সিএসইতে ২৪ কোটি ৮১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
রাশিয়া – ইউক্রেন যুদ্ধে আমরা যাচ্ছি সে জন্য তাড়াতাড়ি লস দিয়ে সব শেয়ার বিক্রি করে দিচ্ছি। পাগল ছাগলের দল। যুদ্ধ শেষ হলে আবার বেশি দাম দিয়ে কিনিছ।
একমত পোষণ করলাম
এসব দুর্বল প্রকৃতির লোকজন শেয়ার বাজারের বারোটা বাজালো। এ সুযোগ নেয় কারসাজিকারীরা। শেয়ার কম দামে বিক্রি করে দেওয়ার কোন অর্থ হয়না। শেয়ার ব্যবসা করতে ধৈর্য প্রয়োজন। একটু অপেক্ষা করুণ —
এসব দুর্বল প্রকৃতির লোকজন শেয়ার বাজারের বারোটা বাজালো। এ সুযোগ নেয় কারসাজিকারীরা। শেয়ার কম দামে বিক্রি করে দেওয়ার কোন অর্থ হয়না। শেয়ার ব্যবসা করতে ধৈর্য প্রয়োজন। একটু অপেক্ষা করুণ —-
মায়ের চেয়ে মাসির দরদ বেশি। এইটার মতো আর কি।
Wait and see. Market will be normal soon.
শেয়ার বাজার ভবিষ্যতে আরো অনেক ভালো হবে আশা করছি। লোকসান দিয়ে শেয়ার কেন বিক্রি করতে চান শেয়ার বাজার ধয্য ধারন করতে হবে। কারসাজি রা যেন আপনার শেয়ার কম দামে কিনতে না পারে সে দিকে লক্ষ্য রাখতে হবে। নিয়ন্ত্রণ সংস্থা সেই ব্যবস্থা করে।