বাংলাদেশে সবচেয়ে বড় ইয়ামাহা শো রুমের উদ্বোধন

শেয়ারবাজার তেজগাঁওয়ে ইয়ামাহার নতুন ফ্ল্যাগশিপ শো-রুম উদ্বোধন হয়েছে। মঙ্গলবার (১ মার্চ) উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইয়ামাহার ব্র্যান্ড অ্যাম্বাসেডর ও ক্রিকেটের বিশ্বসেরা অল রাউন্ডার সাকিব আল হাসান। বিশেষ অতিথি ছিলেন জনপ্রিয় ব্যান্ড মাইলসের সদস্য হামিন আহমেদ।
জানা যায়, এটি বাংলাদেশের সবচেয়ে বড় ইয়ামাহা শো-রুম। ভবনের নিচতলায় সব মডেলের ইয়ামাহা মোটরসাইকেল ও দ্বিতীয় তলায় ইয়ামাহার বাদ্যযন্ত্র পাওয়া যাবে। শুরু থেকেই ‘এসিআই মটরস্ বাংলাদেশ’ গ্রাহকদের সবধরনের ইয়ামাহা মোটরসাইকেল ও আফটার সেলস্ সার্ভিস দিচ্ছে।
এছাড়াও এসিআই মটরসের ব্যবস্থাপনা পরিচালক ড. এফ এইচ আনসারী, নির্বাহী পরিচালক সুব্রত রঞ্জন দাস ও এসিআইয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।