ইউক্রেনকে যুদ্ধবিমান দিতে অনুরোধ আমেরিকার, পোল্যান্ড মিগ পাঠাচ্ছে

আন্তর্জাতিক ডেস্ক: প্রতিরোধ জারি রাখতে যুদ্ধবিমান চেয়ে ইউরোপের দেশেগুলোর কাছে আবেদন করেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি। সঙ্গে সঙ্গেই ইউক্রেনের আবেদনে সাড়া দিয়েছে আমেরিকা। যুদ্ধবিমান দিয়ে ইউক্রেনের পাশে দাঁড়ানোর জন্য পোল্যান্ডকে অনুরোধ করেছে হোয়াইট হাউস।
হোয়াইট হাউসের একজন মুখপাত্র জানিয়েছেন, ‘এই বিষয়টি নিয়ে কথা হয়েছে পোল্যান্ডের সঙ্গে। এর ফলে পোল্যান্ডের যে ক্ষতি হবে, তা পূরণ করে দেওয়া হবে।’ তবে কীভাবে ক্ষতিপূরণ দেওয়া হবে তা নিয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।
ওই মুখপাত্র বলেন, ‘ইউক্রেনে যুদ্ধবিমান পাঠানোর বিষয়টি যে কোনও দেশের নিজস্ব সিদ্ধান্ত। পোল্যান্ড যদি এই বিষয়ে সিদ্ধান্ত নেয়, তবে বিমানের রসদের যোগান দিয়ে আমেরিকা সাহায্য করবে। কী ভাবে তা পাঠানো হবে তা বলে দেওয়া হবে।’
শনিবার এক জুম মিটিংয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কির সঙ্গে কথা বলেন আমেরিকা ও পোল্যান্ডের প্রতিনিধিরা। পরে প্রেসিডেন্ট জানান, পোল্যান্ড রাজি হয়েছে মিগ বিমান পাঠাতে। তারা আমেরিকার মতামতের জন্য অপেক্ষা করছে। তারপর হোয়াইট হাউসের পক্ষ থেকে সমর্থন জানানো হয় এ বিষয়ে।
সূত্র: আনন্দবাজার
We want Ununited State of America. The richest group as a together cannot destroy the poors. We hate for ever.