দুই গ্রুপের গোলাগুলিতে সাঙ্গুর তীরে ৪ লাশ
জাতীয় ডেস্ক: বান্দরবানের রোয়াংছড়ি-রুমা সীমান্তের ফালংক্ষ্যং এলাকায় দুই গ্রুপের গোলাগুলিতে ৪ জন নিহত হয়েছেন। শনিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন বান্দরবানের পুলিশ সুপার জেরিন আখতার।
স্থানীয়রা জানায়, রোববার (৬ মার্চ) সকালে সাঙ্গু নদীর তীরে ৪ জনের লাশ দেখতে পান স্থানীয়রা। পরে তারা পুলিশকে খবর দেন। লাশ উদ্ধারের জন্য পুলিশের একটি দলে সেখানে গেছে বলে জানান পুলিশ সুপার।
পুলিশ জানায়, তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
প্রসঙ্গত, গত শনিবার বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় জেএসএস এর সাবেক এক সদস্য উনুমং মার্মা (৪৫) দুর্বৃত্তদের গুলিতে নিহত হন। এখনও তার লাশের সন্ধান পাওয়া যায়নি।