রাশিয়ার হামলায় ধ্বংস ভিন্নিতসিয়া বিমানবন্দর
আন্তর্জাতিক ডেস্ক: এক ঝাঁক রাশিয়ান ক্ষেপণাস্ত্রের আঘাতে মধ্য ইউক্রেনের ভিনিসিয়াতে একটি বেসামরিক বিমানবন্দর ধ্বংস হয়েছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রোববার (৬ মার্চ) আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।
জেলেনস্কি বলেন, “আমি এইমাত্র শুনলাম ভিনিশিয়াতে একটি ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। আটটি রকেট… বিমানবন্দরটি পুরো ধ্বংস হয়ে গেছে।”
তবে, তার এ অভিযোগের সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। এদিকে রাশিয়া বেসামরিক এলাকায় হামলার কথা অস্বীকার করেছে।
এর আগে পুতিন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ানের সঙ্গে টেলিফোনে আলাপকালে বলেছেন, ইউক্রেন লড়াই বন্ধ করলেই রাশিয়া সামরিক অভিযান বন্ধ করবে, এর আগে নয়।