দর কমার ওপর ২ শতাংশ সার্কিট ব্রেকার চায় বিনিয়োগকারীরা

শেয়ারবাজার রিপোর্ট: দীর্ঘ কয়েক মাস যাবত পতনের ধারা অব্যাহত রয়েছে দেশের পুঁজিবাজারে। আব্যাহত দর পতনের ফলে পুঁজি হারিয়ে নি:স্ব হচ্ছে বিনিয়োগকারীরা। তাই ধারাবাহিক পতন রোধ করা, পুঁজির নিরাপত্তা ও বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষার্থে শেয়ারের দাম বাড়া ও কমার ওপর সার্কিট ব্রেকার নির্ধারণ করার দাবি জানিয়েছে বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদ।
সোমবার (৭ মার্চ) দুপুরে বিএসইসি’র চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের কাছে পাঠানো চিঠিতে এ দাবি জানিয়েছেন বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক কাজী আব্দুর রাজ্জাক।
চিঠিতে বলা হয়, অব্যাহত দরপতনে ক্ষুদ্র বিনিয়োগকারীরা কষ্টের অর্থ হারাতে বসেছে। যে সমস্ত বিনিয়োগকারী ব্যাংক ঋণে শেয়ার কিনেছে, অব্যাহত দরপতনে তাদের ইক্যুইটি পর্যন্ত হারিয়ে ফেলেছে। এই অব্যাহত দরপতনে পুঁজি হারানো দিশেহারা সাধারণ বিনিয়োগকারীদের পুঁজির নিরাপত্তার রক্ষার্থে শেয়ারের দর বৃদ্ধিতে ১০ শতাংশ এবং দরপতনে ২ শতাংশ সার্কিট বেকার দেওয়ার জন্য অনুরোধ করা হয়।
এ বিষয়ে পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক কাজী আব্দুর রাজ্জাক শেয়ারবাজারনিউজ ডটকমকে বলেন, ‘পুঁজিবাজারে ধারাবাহিক দরপতনের কারণে পুঁজি হারিয়ে সাধারণ বিনিয়োগকারীরা দিশেহারা। তাই এ পরিস্থিতিতে কমিশনের কাছে শেয়ারের দাম বাড়া ও কমার ওপর সার্কিট ব্রেকার আরোপ করার দাবি জানিয়েছি।’
আমি আপনাদের সাথে একমত,তাই এখনি বিএসইসির চেয়ারম্যান সাহেব যেন সাকিট বেকার চালু করেন,
আমি আপনাদের সাথে একমত
Price komar bepare 2%, Barar bepare 10%
Bonder Karine ar bangladesh Bank Karone share dos mame
আপনাদের সাথে আমি একমত।