শেষবারের মতো নিজ দেশে ফিরছেন ওয়ার্ন
স্পোর্টস ডেস্ক:কতবার বিদেশ সফরে গেছেন, ফিরেছেনও। তবে এবারের ফেরাই যে শেষবার হবে, কে জানত? ময়নাতদন্ত শেষে গতকাল কোহ সামুই থেকে ব্যাংককে আনা হয়েছে এই অস্ট্রেলীয় কিংবদন্তির মরদেহ। আজ শবাধারে শুয়ে নিজের শহর মেলবোর্নে ফেরার কথা শেন কিথ ওয়ার্নের। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের একটা স্ট্যান্ড করা হয়েছে শেন ওয়ার্নের নামে।
স্টেডিয়ামের বাইরে ভক্তরা রেখে যাচ্ছে ফুল। ওয়ার্নের প্রিয় এই মাঠেই এক লাখ দর্শকের সামনে হতে পারে তার রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়া। গতকাল ‘দি এজ’-এ দেওয়া সাক্ষাৎকারে ওয়ার্নের ম্যানেজার জেমস এরসকিন জানিয়েছেন, ‘আর কোথায় হতে পারে?’
অস্ট্রেলিয়ার জনপ্রিয় আরেক দৈনিক ‘হেরাল্ড সান’ জানিয়েছে, ‘অস্ট্রেলিয়ান রুলস ফুটবল লিগের মাঝেও মেলবোর্নে হতে পারে রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়া। এ জন্য অপেক্ষা করতে হবে দুই থেকে তিন সপ্তাহ। ’ ওয়ার্নের পরিবারের পক্ষ থেকে দিনক্ষণ নির্ধারিত হলে অন্ত্যেষ্টিক্রিয়ায় দেশটির প্রধানমন্ত্রী স্কট মরিসনের অংশ নেওয়ার কথাও জানিয়েছে হেরাল্ড সান।
এদিকে গতকাল থাই ডেপুটি ন্যাশনাল পুলিশের মুখপাত্র কিসানা পাথানাচরন এক বিবৃতিতে জানিয়েছেন, ‘তদন্তকারীদের ময়নাতদন্ত প্রতিবেদন পেয়েছি আমরা। চিকিৎসকদের মতামত, স্বাভাবিক কারণেই মৃত্যু হয়েছে ওয়ার্নের। ’ গতকাল কোহ সামুই থেকে সড়কপথে ব্যাংককে আনা হয়েছে ওয়ার্নের লাশ। সেখান থেকে এই কিংবদন্তির নিথর দেহটি অস্ট্রেলিয়ায় পৌঁছানোর কথা আজ। সূত্র : হেরাল্ড সান