মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড থেকে ১০০ কোটি টাকা বিনিয়োগের নির্দেশ

শেয়ারবাজার রিপোর্ট:পুঁজিবাজারের সেকেন্ডারি মার্কেটে তারল্য প্রবাহ বাড়াতে ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড (সিএমএসএফ) থেকে আরও ১০০ কোটি টাকা দ্রুত বিনিয়োগের নির্দেশ দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
মঙ্গলবার (৮ মার্চ) বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।
রেজাউল করিম বলেন, সেকেন্ডারি মার্কেটে তারল্য প্রবাহ নিশ্চিতকল্পে এই টাকা দ্রুত বিনিয়োগ করা হবে।
সম্প্রতি রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ শুরুর পরে দেশের শেয়ারবাজারে ধারাবাহিক পতন শুরু হয়। যা গতকাল ১৮২ পয়েন্টের মতো বড় পতন সৃষ্টি করে। এছাড়া মঙ্গলবার সকাল ১০টা ৫২ মিনিটেই আরও ১৩৮ পয়েন্ট পড়ে গিয়েছিল। এরই ধারাবাহিকতায় স্ট্যাবিলাইজেশন ফান্ড থেকে ১০০ কোটি টাকা বিনিয়োগের সিদ্ধান্ত নেয় বিএসইসি।
এর আগে গত ২৮ নভেম্বর সিএমএসএফ থেকে ১০০ কোটি টাকা টিডিআর রূপে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশে (আইসিবি) বিনিয়োগে সম্মতি জানিয়ে চিঠি দেয় বিএসইসি।
১০০ কোটি টাকা বিনিয়োগ বড় বিষয় নয়।বিশ হাজার কোটি টাকা স্টাবিলাইজেসন ফান্ডে আসবে বলে যারা বিনিয়োগকারীদের আশার আলো দেখিয়েছিলেন সে বিষয় কথা বলুন।
নিয়ন্ত্রনকারী কতৃপক্ষের এটা কি প্রতারনা নয়?
এই মুহূর্তে যে পদক্ষেপ নিয়েছেন, সেটা মাথার উপর। অবশ্যই ভবিষ্যতে এর চেয়েও ভালো নিদের্শনা আসবে। বিএসইসির সবাইকে সাধারণ বিনিয়োগকারীর পক্ষে থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা।
বিশ হাজার কোটি টাকার স্ট্যাবিলাইজেশন ফান্ড একদিনে বাজারে আসবে না। এই ফান্ড বাজারে ধীরে ধীরে আসবে অস্তির হলে চলবে না। এই ফান্ড বাজার উপযোগী করতে অবশ্যই সময়ের প্রয়োজন আছে। এটার ব্যাপারে বিএসইসি এবং বাংলাদেশ ব্যাংক একমত পোষণ করেছিল।
আশাকরছি বর্তমান সিদ্ধান্ত বাস্তবায়ন করা হোক