রাওয়ালপিন্ডিতে আজান দেওয়ার মুহূর্তটা দুর্দান্ত:কামিন্স

স্পোর্টস ডেস্ক: ২৪ বছর পর পাকিস্তানে খেলতে এসেছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। এই দলের প্রতিটি ক্রিকেটারই পাকিস্তানের ঐতিহ্য এবং সংস্কৃতি সম্পর্কে নতুন করে জানছে। পাকিস্তানে এসে প্রথমবারের মতো আজান শোনার অভিজ্ঞতা হয়েছে অজি ক্রিকেটারদের। আজান শোনার নতুন এবং দুর্দান্ত অভিজ্ঞতার কথা জানিয়েছেন অজি অধিনায়ক প্যাট কামিন্স।
রাওয়ালপিন্ডিতে তিন ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি খেলে পাকিস্তান-অস্ট্রেলিয়া। সেখানেই আজানের মধুর সুর শুনতে পেয়ে মুগ্ধ হন কামিন্স। ইসলাম ধর্মে মানুষদের প্রার্থনার জন্য এই পবিত্র ডাক দিনে পাঁচবার দেওয়া হয়। পাহাড়ের শহর রাওয়ালপিন্ডিতে আজানের এই সুর প্রতিধ্বনিত হয়ে দুর্দান্ত মুহূর্তের সৃষ্টি করেন বলে নিজের কলামে লেখেন কামিন্স।
কোডস্পোর্টসে নিজের কলামে কামিন্স লেখেন, ‘মঙ্গলবার (৮ মার্চ) অনুশীলনের সময় একটি দুর্দান্ত মুহূর্ত তৈরি হয়েছিল। যখন রাওয়ালপিন্ডি থেকে আসা প্রার্থনার আহ্বানটি (আজান) দূরের পাহাড়ের মাটির সঙ্গে জুড়ে প্রতিধ্বনিত হয়েছিল।’
অজি অধিনায়ক আরও লেখেন, ‘সেদিন আমি আরও জানতে পেরেছিলাম যে, এই সিরিজের প্রতি শুক্রবার এক ঘণ্টার মধ্যাহ্নভোজের বিরতিসহ প্রার্থনার জন্য প্রথম সেশন হবে আড়াই ঘণ্টা। কারণ, এখানে এটা সপ্তাহের পবিত্র দিন। আমরা এখানে সব সময়ই শিখছি।
পাকিস্তান সম্পর্কে আরও জানার জন্য কোডস্পোর্টসে একটি কুইজ দেওয়ার কথাও জানিয়েছেন কামিন্স। যে কুইজটি তৈরি করবে পাকিস্তানের ইসলামাবাদের বংশোদ্ভুত অজি খেলোয়াড় উসমান খাজা। কোডস্পোর্টসে নিজের কলামে কামিন্স আরও উল্লেখ করেন, ‘পাকিস্তানের সংস্কৃতি এবং ইতিহাস সম্পর্কে আরও ভালোভাবে উপলব্ধি করার জন্য আমি উসমান খাজাকে একটি কুইজ রাখতে বলেছিলাম।’
মজার এই কুইজটির প্রতিযোগী ছিলেন স্টিভেন স্মিথ এবং মার্নাস লাবুশেন। কামিন্স লেখেন, ‘এটি মজার ছিল। মার্নাস লাবুশানে এবং স্টিভ স্মিথের প্রতিযোগী ছিলেন। এটার উদ্দেশ্য ছিল আমরা যে দেশে আছি তার সমৃদ্ধ ঐতিহ্য সম্পর্কে আমাদের বোঝাপড়াকে আরও গভীর করা।’ খাজার এই কুইজে অব স্মিথ জিতেছিলেন।
সিরিজের দ্বিতীয় টেস্টে আগামী ১২ মার্চ করাচিতে মুখোমুখি হবে দুই দল। রাওয়ালপিন্ডির প্রথম টেস্ট নিষ্প্রাণ ড্র দেখে। রাওয়ালপিন্ডির ব্যাটিং স্বর্গে পাকিস্তানের তিন ব্যাটার মোট ৪টি শতকের দেখা পান।