ব্যাংকগুলো দ্রুত পুঁজিবাজারে ২ শতাংশ বিনিয়োগ করবে

শেয়ারবাজার রিপোর্ট: বর্তমান পুঁজিবাজার পরিস্থিতিতে তারল্য বৃদ্ধির লক্ষে বুধবার ব্যাংকের অর্থ কর্মকর্তাদের (সিএফও) সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার শেখ শামসুদ্দিন আহমেদ।
এ সভায় পুঁজিবাজারে তারল্য বৃদ্ধির জন্য বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। আলোচনা শেষে তিনটি বিষয়ে সবাই একমত হয়েছেন। প্রথম ক্যাপিটাল মার্কেটে ব্যাংকের বিনিয়োগের সর্বোচ্চ যে সীমা ২৫%। ২৫% এর নিচে যাদের বিনিয়োগ রয়েছে তারা আগামী কয়েক দিনের মধ্যে ২% বিনিয়োগ বৃদ্ধি করবে। দ্বিতীয় ক্যাপিটাল মার্কেটের বাইরে যে ২০০ কোটির তহবিল আছে যেসব ব্যাক তহবিল গঠন করেনি তারা দ্রুত গঠন করবে।
শেয়ার বাজার ভবিষ্যতে অনেক ভালো হবে। বিএসইসি ইতিবাচক সিদ্ধান্ত নেওয়ার কারণে শেয়ার বাজার উচ্চতায় যাবে লাখ লাখ লাখ বিনিয়োগকারী আশা করছে ।
Worthless
Beautiful, charming,nice,
all banks are selfish. all are eyewash…