ভাসানচরে যাচ্ছে আরো ২৯৮৪ রোহিঙ্গা

শেয়ারবাজার ডেস্ক: চট্টগ্রাম থেকে নোয়াখালীর ভাসানচরে গেছে আরো ২৯৮৪ জন রোহিঙ্গা। বৃহস্পতিবার ( ১০ মার্চ) সকালে চট্টগ্রামের পতেঙ্গাস্হ চট্টগ্রাম বোট ক্লাব জেটি থেকে ২৯৮৪ জন রোহিঙ্গা নিয়ে নোয়াখালীর ভাসানচরের উদ্দেশ্যে ছেড়ে গেছে বাংলাদেশ নৌবাহিনীর ৯ টি জাহাজ।
বুধবার রাতে কক্সবাজারের উখিয়ার বিভিন্ন ক্যাম্প থেকে এসব রোহিঙ্গাদের এনে চট্টগ্রামের বি এফ শাহীন কলেজ মাঠে অস্থায়ী ক্যাম্পে রাখা হয়। এর আগে ১১ দফায় প্রায় ২৩ হাজার রোহিঙ্গাকে ভাসানচরে স্থানান্তর করা হয়।
২০২০ সালের ৩ ডিসেম্বর থেকে শুরু হয় ভাসানচরে প্রথম ধাপে রোহিঙ্গা স্থানান্তর। তারপর সেখানে যাওয়া রোহিঙ্গাদের কাছ থেকে সেখানকার উন্নত জীবনযাপনের খবরে কক্সবাজারের বিভিন্ন ক্যাম্পে থাকা রোহিঙ্গাদের আগ্রহ বেড়েছে ভাসানচরে বসবাসে।
পর্যায়ক্রমে এক লাখ রোহিঙ্গাকে নোয়াখালীর ভাসানচরে স্থানান্তর করা হবে। গত ১৭ ফেব্রুয়ারি ১১ দফায় ১৯০৪ জন রোহিঙ্গাকে নৌবাহিনীর ৬টি জাহাজে করে ভাসানচরে স্হানান্তর করা হয়।