রিয়ালের দুই কিংবদন্তিকে ছাড়িয়ে গেলেন ফরাসি এই স্ট্রাইকার!
স্পোর্টস ডেস্ক: পিএসজির বিপক্ষে দুর্দান্ত হ্যাটট্রিকে রিয়াল মাদ্রিদকে কোয়ার্টার ফাইনালে তুলেছেন করিম বেনজেমা। এই হ্যাটট্রিক তাকে নিয়ে গেছে অনন্য উচ্চতায়
দুই লেগ মিলিয়ে রিয়ালের জয় ৩-২ গোলের। দ্বিতীয় লেগে লস ব্ল্যাঙ্কোসদের ৩টি গোলই করেছেন বেনজেমা।
এই নিয়ে স্প্যানিশ জায়ান্টদের জার্সিতে বেনজেমার গোলসংখ্যা দাঁড়ালো ৩০৯টিতে; ফলে আলফ্রেদো দি স্তেফানোকে ছাড়িয়ে গেলেন তিনি। কিংবদন্তি দি স্তেফানো রিয়ালের জার্সিতে ৩০৮ গোল করেছিলেন।২০০৯ সালে রিয়ালের জার্সিতে প্রথম গোল করার পর বেনজেমা বিশাল পথ পাড়ি দিয়ে দি স্তেফানোকে ছাড়িয়ে গেলেন। সেই সঙ্গে পিএসজির বিপক্ষে তার তৃতীয় গোলটি তাকে এনে দিয়েছে আরও এক সম্মানজনক অবস্থান। চ্যাম্পিয়নস লিগে রিয়ালের জার্সিতে সবচেয়ে গোলের তালিকায় আরেক কিংবদন্তি রাউল গঞ্জালেসকে পেছনে ফেলে দিয়েছেন তিনি। রাউলের ৬৬ গোলের রেকর্ড ভেঙেছেন বেনজেমা। চলতি মৌসুমেই তার গোলসংখ্যা ৮টি, ২০১১/১২ মৌসুমের পর যা তার ব্যক্তিগত সর্বোচ্চ।
চলতি মৌসুমে বেনজেমার মোট গোল ৩০টি। গত পুরো মৌসুমের চেয়ে যা মাত্র ১টি কম। এর আগে ২০১১/১২ মৌসুমে সাবেক কোচ হোসে মরিনহোর অধীনে করা ৩২ গোলের চেয়ে যা মাত্র ২টি কম।