আজ: শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ইং, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

সর্বশেষ আপডেট:

১২ মার্চ ২০২২, শনিবার |

kidarkar

হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

শেয়ারবাজার ডেস্ক:হবিগঞ্জে দুটি বাস ও একটি ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে অন্তত চার জন নিহত ও ২৫ জন আহত হয়েছেন। ঢাকা-সিলেট মহাসড়কে শায়েস্তাগঞ্জে শুক্রবার (১১ মার্চ) রাত সোয়া ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম ও পরিচয় জানা যায়নি। তবে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি মো. মইনুল ইসলাম।

স্থানীয়দের বরাতে তিনি বলেন, কুমিল্লা থেকে সিলেটগামী যমুনা পরিবহনের একটি বাসের সঙ্গে সিলেট থেকে ঢাকাগামী একটি পাথরবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। একই সময়ে ঢাকা থেকে সিলেটগামী শ্যামলী পরিবহনের একটি বাসও দুর্ঘটনাকবলিত যমুনা পরিবহনের বাসটির পেছনে ধাক্কা দেয়।

তিনি জানান, ঘটনাস্থলেই দুইজন নিহত হয়েছেন। হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক আরও দুইজনকে মৃত ঘোষণা করেন। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও তিনি জানান।

বিভি/এইচকে

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.