দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলছেন সাকিব
স্পোর্টস ডেস্ক:চলতি দক্ষিণ আফ্রিকা সফরে যেতে প্রস্তুত বলে জানিয়ে সাকিব আল হাসান বলেন, শুরুতে দ্বিধায় থাকলেও, এখন তিনি দক্ষিণ আফ্রিকা সফরের জন্য এভেইলেবল।
আজ শনিবার (১২ মার্চ) বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনের সাথে বৈঠকের পর এমন মন্তব্য করেন তিনি।
এর খানিক পরেই পাপন জানিয়ে দিলেন, আগামীকাল রবিবার (১৩ মার্চ) রাতে দক্ষিণ আফ্রিকার বিমান ধরবেন সাকিব। তিনি বলেন, ‘সাকিব যাচ্ছে (দক্ষিণ আফ্রিকায়)। ওখানে গিয়ে ও শুধু ওয়ানডে খেলবে নাকি টেস্ট সিরিজেও থাকবে, সেটা এখনও ঠিক হয়নি। তবে ও যাচ্ছে দক্ষিণ আফ্রিকায়।’
কয়েকদিন আগে সাকিব জানিয়েছিলেন, তিনি শারিরীক ও মানসিকভাবে ক্রিকেট খেলার জন্য তৈরি না। পরে তার সঙ্গে আলোচনা করে আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেট থেকে ৩০ এপ্রিল পর্যন্ত ছুটি দেয় বিসিবি।