সৌদিআরবে একদিনে ৮১ জনের মৃত্যুদন্ড কার্যকর
আন্তর্জাতিক ডেস্ক:সন্ত্রাসবাদে জড়ানোসহ বিভিন্ন অভিযোগে শনিবার (১২ মার্চ) এক দিনে ৮১ জনের মৃত্যুদণ্ড কার্যকর করার কথা জানিয়েছে সৌদি আরব। যা সংখ্যায় গত এক বছরের তুলনায় বেশি। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এসপিএ বলছে এদের মধ্যে ইয়েমেন এবং সিরিয়ার নাগরিকও রয়েছে।
গুরুত্বপূর্ণ অর্থনৈতিক স্থাপনা ও নিরাপত্তাবাহিনীর ওপর হামলা, হত্যা, অপহরণ, ধর্ষণ, অস্ত্র চোরাচালান এবং সন্ত্রাসবাদের মত ‘ঘৃণ্য অপরাধে’ দোষী সাব্যস্ত করে তাদের এই শাস্তি দেওয়া হয়েছে। এসব অভিযুক্ত ব্যক্তিদের মধ্যে ইসলামিক স্টেট গোষ্ঠী, আল কায়েদা, হুতি বিদ্রোহী গোষ্ঠীর সদস্য ছিল।
এসপিএ বলছে, মোট ১৩ জন বিচারক এই ব্যক্তিদের বিচার করেছেন এবং তারা তিন ধাপের বিচার প্রক্রিয়ার মধ্যে দিয়ে গেছেন।
অবশ্য সৌদি আরবে অনেক সময়ই সুবিচার মেলে না বলে অভিযোগ রয়েছে মানবাধিকার সংগঠনগুলোর, যা অস্বীকার করে আসছে দেশটির সরকার।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের পরিসংখ্যান বলছে, মৃত্যুদণ্ড কার্যকর করার সংখ্যার দিক দিয়ে সৌদি আরবের অবস্থান বিশ্বে পঞ্চম। বাকি চার দেশ হল চীন, ইরান, মিশর ও ইরাক।