রবির লভ্যাংশ ঘোষণা

শেয়ারবাজার রিপোর্ট:পুঁজিবাজারের তালিকাভুক্ত টেলিযোগাযোগ খাতের কোম্পানি রবি আজিয়াটা লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য সর্বমোট ৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এরমধ্যে ২ শতাংশ চূড়ান্ত নগদ ও ৩ শতাংশ অন্তর্বতীকালীন লভ্যাংশ হিসেবে ডিসেম্বর’২১-এ পরিশোধকৃত।
মঙ্গলবার (১৪ মার্চ) ৩১ ডিসেম্বর ২০২১ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কোম্পানি সূত্রে জানা গেছে, সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩৪ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ৩৩ পয়সা।
এছাড়া, ২০২১ সালের ৩১ ডিসেম্বর কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১২ টাকা ৬৪ পয়সা।
এই লভ্যাংশ অনুমোদনের জন্য আগামী ২৮ এপ্রিল বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে কোম্পানিটি। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৬ এপ্রিল।
একেই বলে পার্লামেন্টেরিয়ান শেয়ার। শেয়ারের পরিমাণ অনেক বেশি বলে এই পরিনতি।
সাবাস বি
পেট বড়। তাই এই পরিনতি
Robi cheating korsa. Company biruda ain anujaye babosta naya hok
আমার একটি রবির সিম (নম্বর ছিলো) আজ ভেঙ্গে ফেলে দিলাম, বাটপার দের সিম চালানো বন্ধ।
সবাই রবির সিম ব্যবহার বন্ধ করুন
রবি কে শেয়ার মার্কেট থেকে অবাঞ্চিত ঘোষণা করা হোক আর যারা এর সাথে জড়িত তাদের কে শাস্তির আওতায় আনা হোক
boycott Robi
Indian partner is related to ROBI ,they have cheated our investors . Because of which I have requested BSEC chairman, prof. Rubaiyat to deport Govt. Special Auditor for check and verifying ROBI AZIATA’s Final Accounts . But BSEC chairman have not taken that responsibility. Again I like to request the competent authority to check and verify the accuracy of ROBI AZIATA’S accuracy of Account’s.
বাটপার কোম্পানির মধ্যে রবি এক নাম্বারে , আমার একটা সিম ছিল এমএনপি করে অন্য অপারেটরে চলে গেছি আল্লাহ বাঁচাইছে
Unfortunate! The present inflation is around 5%. Their profit of 5% is very poor. Robi has made many Investors in trouble!
Robi is a great cheater. Please Bsec honorable Chairman, re-audit robi’s balance sheet. Everyday they are earning crore crore money but they shows little profit. Surprising !!!!!!!!!!
Amar kakar mobile & SIM card er dokan ache. Ami bolesi se jeno r Robi SIM sell na kore & customer k bolte….Robi ekta
chiter company 😡😡
Boy catt karo Robe chater company
রবিকে শেয়ার মার্কেট থেকে বের করে দেওয়া উচিত, এবং সবাইকে রবি সিম বন্ধ রাখার অনুরোধ রহিল,
হা হা হা
বাটপারি একটা শিল্প। এটাই দেখালো রবি
একবার যদি রবি শেয়ার থেকে বের হইতে পারি কানে
ধরে বলছি জীবনে আর রবি শেয়ার কিনবো না।
রবি ভালো করবে,তবে সময় লাগবে
এই বাজারে আজ যে শেয়ার অপ্রিয় কাল তা অমৃত সুধা মনে হবে।
বলছি না আপনাকে কিনতে বলছি শুধু ধৈয্ ধরে দেখতে।
পেট বড়। তাই এই পরিনতি ,রবিকে শেয়ার মার্কেট থেকে বের করে দেওয়া উচিত i