আফরোজা হত্যায় গাড়িচালক ৫ দিনের রিমান্ডে

জাতীয় ডেস্ক: সেভেন সার্কেল বাংলাদেশ লিমিটেডের এমআইএস ডিপার্টমেন্টের ডেপুটি ম্যানেজার আফরোজা সুলতানা হত্যা মামলায় গাড়িচালক হৃদয়ের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বুধবার (১৬ মার্চ) ডিবি পুলিশ বাড্ডা থানায় দায়ের করা মামলায় হৃদয়কে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করে।
আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূরের আদালত তার ৫ দিনের রিমান্ডের আদেশ দেন।
তবে আসামির পক্ষে কোনো আইনজীবী ছিলেন না।
বাড্ডা থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা রণপ কুমার এ তথ্য জানান।
গত ১৩ মার্চ মধ্য বাড্ডা এলাকার ভাড়া বাসায় আফরোজা সুলতানাকে গলা কেটে হত্যা করে। এ ঘটনায় আফরোজা সুলতানার ছোট ভাই আব্দুল মাজিদ বাড্ডা থানায় মামলা করেন।