চট্টগ্রামে আনসার আল ইসলামের এক সদস্য গ্রেপ্তার

জাতীয় ডেস্ক: চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার লালিয়ার হাট এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের এক সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম মো. ওমর ফারুক। তার কাছ থেকে উগ্রবাদী লিফলেট ও বই উদ্ধার করা হয়েছে।
রোববার (২০ মার্চ) সকালে র্যাব-৭ এর মিডিয়া কর্মকর্তা সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার এ তথ্য নিশ্চিত করেছেন।
র্যাব জানায়, র্যাবের কাছে তথ্য ছিলো বেশ কিছুদিন ধরে হাটহাজারী থানার বিভিন্ন এলাকায় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের বেশ কয়েকটি গ্রুপ সক্রিয়ভাবে কার্যক্রম চালাচ্ছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে র্যাবের জঙ্গি প্রতিরোধ সেল এলাকায় গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় গ্রেপ্তার করা হয় ওমর ফারুককে। গ্রেপ্তারের পর তার ব্যাগ থেকে উদ্ধার করা হয় উগ্রবাদ বিষয়ক ১০টি বই এবং ৫৩টি লিফলেট।