শতাধিক যাত্রী নিয়ে শীতলক্ষ্যায় লঞ্চডুবি

শেয়ারবাজার ডেস্ক:নারায়ণগঞ্জ সদর উপজেলার আলামিননগর কয়লা ঘাট এলাকায় এম এম আশরাফ উদ্দিন নামে একটি লঞ্চডুবির ঘটনা ঘটেছে।
রোববার (২০ মার্চ) দুপুর ২টার দিকে শীতলক্ষ্যা নদীতে এম ভি রূপসী নামে একটি কার্গো জাহাজের ধাক্কায় এ ঘটনা ঘটে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নৌপুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে যাচ্ছে।
নারায়ণগঞ্জ সদর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. হামিদুর রহমান জানান, নারায়ণগঞ্জ সদর থেকে এম এম আশরাফ উদ্দিন নামে একটি লঞ্চ মুন্সীগঞ্জের দিকে যাচ্ছিল। উপজেলার আলামিন নগর কয়লা ঘাট এলাকায় পৌঁছালে রূপসী-৯ নামে একটি কার্গো জাহাজ লঞ্চটিকে ধাক্কা দেয়। লঞ্চে ৫০-৬০ জন যাত্রী ছিল। ২০-২৫ জন নদীতে ঝাঁপ দিয়ে তীরে উঠলেও বাকিদের নিয়ে লঞ্চটি তলিয়ে যায়।
মো. হামিদুর রহমান আরও জানান, এখন পর্যন্ত কোনো হতাহতের তথ্য নেই। তবে আমাদের উদ্ধার তৎপরতা চলছে। আমাদের ডুবুরী দল ডুবে যাওয়া লঞ্চটির ভেতরে অনুসন্ধান চালাচ্ছে