ক্যাটাগরি পরিবর্তন রবির

শেয়ারবাজার ডেস্ক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি রবি আজিয়াটা লিমিটেডকে ‘এন’ ক্যাটাগরি থেকে ’বি’ ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছে। আগামীকাল ২১ মার্চ, বুধবার থেকে কোম্পানিটি বি ক্যাটাগরিতে লেনদেন করবে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, কোম্পানিটি ৩১ মার্চ, ২০২০ সালের সমাপ্ত অর্থবছরে সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য ৩ শতাংশ অন্তবর্তীকালীন নগদ লভ্যাংশ দিয়ে ‘বি’ ক্যাটাগরিতে স্থানান্তর হয়েছে।
উল্লেখ্য, বিএসইসির নির্দেশনা অনুযায়ী ক্যাটাগরি পরিবর্তনের ৩০ দিনের মধ্যে কোম্পানিটিকে কোনো ঋণ সুবিধা দেওয়া যাবে না।
রবির মত একটা শক্তিশালী কোম্পানি যদি একবছরের মাথায় B ক্যাটাগরিতে নেমে আসে, তাহলে আমরা কার উপর বিশ্বাস রাখব। বেশি শেয়ার বাজারে অনুমোদন দেওয়ার ফলে রবির আজকের এই অবস্থা। রবির শক্তির চেয়ে শেয়ারের ওজন অনেক বেশি হয়ে গেছে। তা না হলে একটা সামান্য মিউচুয়াল ফান্ড রবির চেয়ে ভালো লভ্যাংশ রিটার্ন দেয়।
Robi is cheating company. We should cancel Robi license
ROBI Audit Report A- grade CA firm dia koria Nije B- grade e jaoa scenario dekhe sobar hasi Pache!!! Lojja!Lojja. Manush bujhe kotto boro churi.
Our honorable PM k bisoi ta janano dorkar. It is true PM Jodi Jane Public er taka na dia Audi Report namer Telefilm banaise. So kichu Jodi PM k dekhte hoi, Tahole bolbo Chairman/DG rekhe ki Hobe?
Will sale all Robi share.
Internal Audit must be done by the Bangladesh Bank Audit Team.Their all expenses to be verify again. How they came in the stock market for floating their huge stocks?