লোহাগাড়ায় ডাম্পট্রাকের চাপায় ৫ যাত্রী নিহত

জাতীয় ডেস্ক: চট্টগ্রামের লোহাগাড়ার উপজেলায় ডাম্পট্রাকের চাপায় প্রাইভেটকারের চালকসহ পাঁচ যাত্রী নিহত হয়েছেন।
সোমবার (২১ মার্চ) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার আধুনগর ইউনিয়নে এ ঘটনা ঘটে। দোহাজারী হাইওয়ে থানার ইনচার্জ পরিদর্শক সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতদের মধ্যে দুই জনের পরিচয় জানা গেছে তারা হলেন- মোহাম্মদ হারুন এবং হুমায়ুন। অন্যদের পরিচয় এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ।
দোহাজারী হাইওয়ে থানার ইনচার্জ পরিদর্শক সিরাজুল ইসলাম বলেন, কক্সবাজার থেকে একটি প্রাইভেটকার চট্টগ্রামে ফিরছিল। গাড়িটি আধুনগর এলাকায় পৌঁছালে সেটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা ডাম্পট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রাইভেটকারের চারযাত্রী নিহত হন। গুরুতর আহত একজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।
আধুনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজিম উদ্দিন বলেন, ‘চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে কক্সবাজারগামী একটি প্রাইভেটকারকে একটি ডাম্পট্রাক ভোর ৫টার দিকে চাপা দেয়।