বীমা দাবি পুনরুদ্ধারে অনুমোদন মোজাফফরের

শেয়ারবাজার ডেস্ক : শেয়ারবাজারে তালিকাভুক্ত মোজাফফর হোসাইন স্পিনিংয়ের পরিচালনা পর্ষদ বীমা দাবির অর্থ পুনরুদ্ধারের অনুমোদন করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, অগ্নি ঝুঁকিতে ক্ষতির কারণে কোম্পানিটি বীমা দাবির ৫৩ লাখ ৩২ হাজার ৫৫১ টাকা (জরিপকারীর ফি কাটার পর) পুনরুদ্ধারের অনুমোদন করেছে কোম্পানিটির পরিচালনা পর্ষদ। ২০২১ সালের ১২ ফেব্রুয়ারি কোম্পানির কারখানার রাটার ইউনিটের আগুন লাগে। এতে কারখানার সেকশন মেশিনের ব্লক রুমে কাচা তুলা প্রক্রিয়াজাতকরণ এলাকার পাশাপাশি কিছু মেশিনেরও ক্ষতি হয়।
কোম্পানিটি বীমা দাবির টাকা পুনরুদ্ধারের পর তা দিয়ে ঋণ পরিশোধ, সেড পুনর্গঠন এবং অন্যান্য আনুষঙ্গিক জরুরি কাজে ব্যয় করবে।