আজ: বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ইং, ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

২৩ মার্চ ২০২২, বুধবার |

kidarkar

সিরিজ জয়ের মিশনে আজ মাঠে নামছে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: এই তো এক বছর আগে দক্ষিণ আফ্রিকার মাটিতে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতেছিল পাকিস্তান। সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে প্রথম ও তৃতীয় ওয়ানডেতে প্রোটিয়াদের হারিয়েছিল পাকিস্তান। হেরেছিল শুধু জোহানেসবার্গের ওয়ান্ডারার্সে।

এক বছর পর সেই স্মৃতির পুনরাবৃত্তি করার সুযোগ বাংলাদেশের সামনেও। সেঞ্চুরিয়নে সিরিজের প্রথম ওয়ানডে বাংলাদেশ জিতেছে ৩৮ রানে। ওয়ান্ডারার্সে ৭ উইকেটে জিতে সিরিজে সমতা ফেরায় দক্ষিণ আফ্রিকা। আজ বুধবার সেঞ্চুরিয়নে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে। সিরিজ জয়ের সুযোগ দুই দলের সামনেই। আজ বাংলাদেশ সময় বিকাল ৫টায় শুরু হবে ম্যাচটি।

আজ অলিখিত ফাইনালে বাবর আজমদের কীর্তি থেকে প্রেরণা পেতেই পারেন তামিম ইকবালরা। গত ১৮ মার্চ সেঞ্চুরিয়নে ৩১৪ রান করে ইতিহাস গড়া জয় পেয়েছিল টাইগাররা। চার দিন পর একই ভেন্যুতে দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথমবার সিরিজ জয়ের দ্বিতীয় সুযোগ তামিম-সাকিবদের সামনে। সেঞ্চুরিয়ন বলেই বাংলাদেশ দলের আত্মবিশ্বাসের পালে হাওয়া লাগছে।

মেহেদী হাসান মিরাজ বলেছেন, জয়ের পূর্বশর্ত পর্যাপ্ত রান করা। ব্যাটাররা তা করতে পারলে সিরিজ জেতা খুব সম্ভব। এদিকে পারিবারের সদস্যদের অসুস্হতার চিন্তা লুকিয়ে নীরবে ম্যাচের জন্য প্রস্ত্তত হচ্ছেন সাকিব আল হাসান।

গতকাল ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে সিরিজ জয় নিয়ে মিরাজ বলেছেন, ‘এখনো সুযোগ আছে সিরিজ জয়ের। চেষ্টা করবো ভালো ক্রিকেট খেলার জন্য। আমরা যেরকম দলীয় খেলা খেলি, যেরকম জিতে আসছি, আমরা সবাই যদি ভালো ক্রিকেট খেলি, তাহলে জিততে পারি।’

সেঞ্চুরিয়নের স্পোর্টিং উইকেট আত্মবিশ্বাস দিচ্ছে টাইগারদের। মিরাজ বলেন, ‘এখানকার (সেঞ্চুরিয়ন) উইকেট খুবই ভালো। আমরা যেহেতু প্রথম ম্যাচ খেলেছি, উইকেট ভালো থাকে এখানে, আমাদের আত্মবিশ্বাসও আছে যে তিন শতাধিক রান করেছি এখানে। রানটা খুব গুরুত্বপূর্ণ। বোলারদের জন্য যদি ভালো একটা সংগ্রহ দিতে পারি দায়িত্ব নিয়ে খেলে, তাহলে বোলাররাও তা ডিফেন্ড করতে পারবে আশা করি।’

হাসপাতালের শঘ্যায় স্বজনেরা। এমন সময়ে ক্রিকেটে মন বসানো খুব কঠিন। তারপরও খেলায় আছেন সাকিব এবং তার পাশে আছে বিসিবি ও গোটা দল। মিরাজ বলেন, ‘সাকিব ভাই মানসিকভাবে অনেক শক্ত, আমরা সবাই জানি। পারিবারিক ইস্যু তো অনেক বড়। সবাই সাপোর্ট করছে, সেও অনেক ভালো খেলছে। পরিবার খারাপ থাকলে তো অবশ্যই খারাপ লাগে।’

তিন ম্যাচের সিরিজ ১-১-এ সমতায় আছে। একটা ম্যাচ হারলেও আজ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের একাদশে পরিবর্তনের সম্ভাবনা নেই। তবে সিরিজ জয়ের ইতিহাস গড়তে ব্যাটিংয়ে বড় স্কোর গড়াই হবে মূলমন্ত্র।

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.