আজ: বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ইং, ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

২৪ মার্চ ২০২২, বৃহস্পতিবার |

kidarkar

৩-৫ বছরের মধ্যে পদ্মা ব্যাংকে শক্তিশালী ও লাভজনক প্রতিষ্ঠান করতে চায় তারেক রিয়াজ খান

নিজস্ব প্রতিবেদক: আগামী ৩-৫ বছরের মধ্যে অন্যতম একটি শক্তিশালী ও লাভজনক প্রতিষ্ঠান হবে চতুর্থ প্রজন্মের পদ্মা ব্যাংকে রুপান্তরিত করতে চায় প্রতিষ্ঠানটির নতুন এমডি তারেক রিয়াজ খান। এ ক্ষেত্রে ব্যবসার উন্নতি, ঝুঁকি নিয়ন্ত্রণ এবং অপারেশনাল ও আধুনিক প্রযুক্তির মৌলিক বিষয়গুলোতে গুণগতমানের উন্নয়ন সাধন করার তাগিদ দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (২৪ মার্চ) রাজধানীর বিজিবি ব্যাঙ্কেট হলে ব্যাংকটির টাউন হল মিটিংয়ে বক্তব্য দেওয়ার সময় তিনি এই আশা ব্যক্ত করেন।

পদ্মা ব্যাংকের এমডি বলেন, ব্যবসার উন্নতি, ঝুঁকি নিয়ন্ত্রণ এবং অপারেশনাল ও আধুনিক প্রযুক্তির মৌলিক বিষয়গুলোতে গুণগতমানের উন্নয়ন সাধনের মাধ্যমে, আগামী ৩-৫ বছরের মধ্যে অন্যতম একটি শক্তিশালী ও লাভজনক প্রতিষ্ঠান হবে পদ্মা ব্যাংক। ডিজিটাল ও প্রযুক্তির রূপান্তরের মাধ্যমে ভবিষ্যৎতের পথে এগিয়ে যাওয়াই আমাদের মূল লক্ষ্য।

তিনি বলেন, পদ্মা ব্যাংকের একদল মেধাবী, তরুণ ও উজ্জীবিত লড়াকু কর্মীবাহিনীকে সঙ্গে নিয়ে আমি আমাদের সম্মানিত গ্রাহক, নিয়ন্ত্রক সংস্থা ও শেয়ার হোল্ডারদের আস্থা অর্জনের অঙ্গীকার করছি। একটি দক্ষ ও পেশাদার পরিচালনা পর্ষদ এবং মেধাবী কর্মকর্তা-কর্মচারীদের অক্লান্ত পরিশ্রম এবং আন্তরিক প্রচেষ্টায় পদ্মা ব্যাংক এতদূর পথ পাড়ি দিয়েছে, এখন সময় এসেছে রূপান্তরের মাধ্যমে সামনে এগিয়ে যাবার।

এতে আরও উপস্থিত ছিলেন, পদ্মা ব্যাংকের চেয়ারম্যান ড. চৌধুরী নাফিজ সরাফাত, উপ-ব্যবস্থাপনা পরিচালক ফয়সাল আহসান চৌধুরী ও সিওও (চিফ অপরেটিং অফিসার), CAMLCO এবং উপ-ব্যবস্থাপনা পরিচালক মনোনীত জাবেদ আমিন- সহ ব্যাংকের অন্যান্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, সকল শাখা প্রধান এবং প্রধান কার্যালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.