স্মৃতিসৌধে ফুল দিয়ে বিএসইসির শ্রদ্ধা

শেয়ারবাজার ডেস্ক : মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। শনিবার (২৬ মার্চ) বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের নেতৃত্বে কমিশনের পক্ষ থেকে এই শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।এতে বিএসইসির কমিশনার অধ্যাপক ড. শেখ শামসুদ্দিন আহমেদ, অধ্যাপক ড. মিজানুর রহমান ও আব্দুল হালিম উপস্থিত ছিলেন। এছাড়া নির্বাহি পরিচালক মাহবুবুল আলম, মো. সাইফুর রহমান, মো. মাহবুবের রহমান চৌধুরী, মোহাম্মদ রেজাউল করিম ও চেয়ারম্যানের একান্ত সচিব মো: রশীদুল আলমসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
জাতির বীর সন্তানেরা দেশের জন্য যে আত্মত্যাগ করেছেন, কমিশন তাদের প্রতি শ্রদ্ধা রেখে ও তাদের আত্মত্যাগকে স্বার্থক করে তুলতে শেয়ারবাজারকে এগিয়ে নেওয়ার অঙ্গীকার করেছেন। মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে কমিশন শেয়ারবাজারকে দেশের অর্থনীতির মূল চাবিকাঠি করতে চায়। যে বাজারে বিনিয়োগকারীদের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। একইসঙ্গে সব অপকর্মকে শক্ত হাতে মোকাবেলা করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছে কমিশন।