রাজধানীতে জোড়া খুনে শুটার গ্রেপ্তার

জাতীয় ডেস্ক: শাহজাহানপুরে জোড়া খুনের ঘটনায় শুটারকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
তবে রোববার (২৭ মার্চ) দুপুরে এ বিষয়ে পুলিশের কোনো কর্মকর্তা আনুষ্ঠানিকভাবে তথ্য জানাতে অপারগতা প্রকাশ করেন।
ডিএমপির গণমাধ্যম শাখার প্রধান উপ-পুলিশ (ডিসি) কমিশনার মো. ফারুক হোসেন বলেন, এ বিষয়ে দুপুর আড়াইটায় অতিরিক্ত পুলিশ কমিশনার বিস্তারিত জানাবেন।
উল্লেখ্য, বৃহস্পতিবার (২৪ মার্চ) রাত পৌনে ১০টার দিকে মতিঝিল এজিবি কলোনী কাঁচা বাজার সংলগ্ন রেস্টুরেন্ট থেকে বাসায় ফেরার পথে শাজাহানপুর আমতলা ইসলামী ব্যাংক হাসপাতালের সামনে অজ্ঞাত দুর্বৃত্তদের এলোপাথাড়ি গুলিতে নিহত হন মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম টিপু এবং কলেজছাত্রী প্রীতি।
এ ঘটনায় টিপুর গাড়িচালক গুলিবিদ্ধ হন। ইতোমধ্যে স্বামীর (টিপু) হত্যাকারীদের খুঁজে বের করতে ফারজানা ইসলাম ডলি মামলা দায়ের করেছেন। তবে সেখানে কাউকে আসামি করা হয়নি।