শেয়ারবাজার ডেস্ক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেড শিল্প মন্ত্রাণালয় থেকে পুনরায় এগ্রিগেট ব্যবসা শুরু করার অনুমতি পেয়েছে। কোম্পানিটির এখন থেকে এগ্রিগেট উৎপাদন ও বিক্রি করতে কোনো বাঁধা নেই।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, চিঠিতে মন্ত্রণালয় উল্লেখ করেছে যে চুনাপাথর চূর্ণ করার জন্য চূড়ান্ত নীতি না দেওয়া পরযন্ত কোম্পানিটি এগ্রিগেট উৎপাদন করবে।
বাংলাদেশ সরকার এ বিষয়ে চূড়ান্ত নীতি প্রকাশের পর কোম্পানিটি আবার এগ্রিগেট উৎপাদনের অনুমতির জন্য আবেদন করবে।
GOOD NEWS FOR INVESTOR BUT GAMLER?