যুক্তরাষ্ট্রের মতো মিত্রদেশের হস্তক্ষেপ কামনা জেলেনস্কির

আন্তর্জাতিক ডেস্ক:ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠায় অনতিবিলম্বে সমঝোতা চান প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি, এজন্য তৃতীয় পক্ষের মধ্যস্থতা কামনা করেন তিনি। এ সপ্তাহেই তুরস্কে দ্বিতীয় ধাপের আলোচনায় বসতে যাচ্ছেন রুশ-ইউক্রেনের প্রতিনিধিরা।
সোমবার রুশভিত্তিক একটি ইউটিউব চ্যানেলের কয়েকজন সাংবাদিকের সাথে ভার্চুয়াল মিটিংয়ে অংশ নেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। যুদ্ধ বন্ধে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান জানান তিনি। এ জন্য যুক্তরাষ্ট্রের মতো মিত্রদেশের হস্তক্ষেপ কামনা করেন তিনি।
এছাড়া ব্রিটিশ সংবাদমাধ্যম ইকোনোমিস্টে দেয়া আরেক সাক্ষাৎকারে ইউক্রেনের চলমান সংকট নিরসনে পশ্চিমা শক্তিশালী দেশেরগুলোর অবস্থান বর্ণনা করেন জেলেনস্কি। মস্কোর ভয়েই ফ্রান্স ইউক্রেনকে সহায়তা করছে না বলে প্রেসিডেন্ট ইমান্যুয়েল ম্যাখোঁর কড়া সমালোচনা করেন তিনি। রুশ আগ্রাসন ঠেকাতে ব্রিটেন প্রকৃত বন্ধুর মতোই যুদ্ধে সহায়তা করছে এবং জার্মানি ভারসাম্য বজায় রেখে চলার চেষ্টা করছে বলে জানান জেলেনস্কি। এদিকে, ইউক্রেনের বিভিন্ন শহরে রুশ আগ্রাসন অব্যাহত রয়েছে।