পদ্মা লাইফ সম্পদ পুর্নমূল্যায়ন করেছে

শেয়ারবাজার ডেস্ক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদ পদ্মা লাইফ টাওয়ারের সম্পদ পুর্নমূল্যায়ন করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, কোম্পানিটির হেড অফিস রাজধানীর বাংলা মোটরে অবস্থিত ১৪তলা বিশিষ্ট ভবনের সম্পদ পুর্নমূল্যায়ন করা হয়েছে। কোম্পানিটির ৩১ ডিসেম্বর,২০২১ সমাপ্ত সময়ের আর্থিক প্রতিবেদনে ১৪৪ কোটি ৫২ লাখ ৮ হাজার ৬২৫ টাকার সম্পদ পুর্নমূল্যায়ন করা হয়েছে।
পদ্মা লাইফের ৩১ ডিসেম্বর,২০২১ সমাপ্ত সময়ে সম্পদের মূল্য ছিল ৫৫ কোটি ৫৫ লাখ ৪৫ হাজার ১১০ টাকা। সম্পদ পুর্নমূল্যায়নের পর কোম্পানিটির ৮৮ কোটি ৯৬ লাখ ৬৩ হাজা ৫১৫ টাকা বেড়েছে।