৩ দিনেও মাদ্রাসাছাত্রের খোঁজ মেলেনি

জাতীয় ডেস্ক: কুষ্টিয়ায় নিখোঁজের তিন দিন পরেও খোঁজ মেলেনি মাদ্রাসাছাত্র নাঈমের। এদিকে লাখ টাকা মুক্তিপণ দাবি করে পরিবারের কাছে বারবার ফোন করছে অপহরণকারীরা।
গত ২৭ মার্চ বিকেলের পর থেকে নাঈমকে কোথাও খুঁজে না পেয়ে সোমবার (২৮ মার্চ) কুষ্টিয়া মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তার মা নাছরিন খাতুন।
গণমাধ্যমের সঙ্গে আলাপকালে নাছরিন খাতুন বলেন, ‘অপহরণকারীরা ফোন দিয়ে বিভিন্ন সময় হুমকি দিচ্ছে। মোবাইলে ছেলেকে নির্যাতনের অডিও পাঠাচ্ছে।’
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছাব্বিরুল আলম বলেন, ‘মাদ্রাসাছাত্র নাঈম নিখোঁজের ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। তাকে উদ্ধারে পুলিশের পাশাপাশি র্যাব সদস্যরাও কাজ করছেন।’