জাল নোট প্রতিরোধে কেন্দ্রীয় ব্যাংকের সতর্কতা

নিজস্ব প্রতিবেদক: বড় কোনো উৎসবকে সামনে রেখে বেড়ে যায় নোট জালকারী চক্রের অপতৎপরতা। আর তাই এ চক্রের হাত থেকে ব্যবসায়ী ও সাধারণ মানুষকে সচেতন করতে প্রতিবারের মতো এবারও উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
এরই অংশ হিসেবে সচেতনতা বাড়াতে রমজান মাসে ৫৮টি বাণিজ্যিক ব্যাংককে আসল নোটের নিরাপত্তা বৈশিষ্ট্য-সংবলিত ভিডিওচিত্র প্রদর্শনের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
বুধবার বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব কারেন্সি ম্যানেজমেন্ট জাল নোট প্রতিরোধে ব্যবস্থা নিতে এ নির্দেশনা জারি করেছে।
নির্দেশনায় বলা হয়েছে, রমজান মাসজুড়ে বগুড়া জেলাসহ বিভাগীয় শহরের জনসমাগমস্থলে বা রাস্তার মোড়ে সন্ধ্যার পর কমপক্ষে এক ঘণ্টা সচেতনতামূলক ভিডিওচিত্র প্রদর্শন করতে হবে।
ঢাকাসহ সারা দেশের ৫৮টি গুরুত্বপূর্ণ স্থানে ভিডিও প্রচারের তারিখ ও স্থান সুনির্দিষ্ট করে দেওয়া হয়েছে। নির্দিষ্ট তারিখে সংশ্লিষ্ট ব্যাংককে এ ভিডিওচিত্র প্রদর্শনের উদ্যোগ নিতে হবে।
এছাড়া জাল নোট শনাক্তকারী মেশিন দিয়ে নোট পরীক্ষা করতে হবে। ঈদের ১০ দিন আগে এসব বিষয় পরিপালনের তথ্য প্রতিবেদন আকারে কেন্দ্রীয় ব্যাংকে পাঠাতে বলা হয়েছে।