ইউসিবির লভ্যাংশ ঘোষণা

শেয়ারবাজার রিপোর্ট:পুঁজিবাজারে তালিকাভুক্ত ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (ইউসিবি) ৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচিত বছরের জন্য ব্যাংকটি শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ বোনাস লভ্যাংশ দেয়ার ঘোষণা সিদ্ধান্ত নিয়েছে।
আজ বুধবার (৩০ মার্চ) অনুষ্ঠিত ব্যাংকটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশের এই সিদ্ধান্ত নেওয়া হয়।
ব্যাংক সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র অনুসারে, আলোচিত বছরে ব্যাংকটির সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৯২ পয়সা। আগের বছর কোম্পানিটির ২ টাকা ৩১ পয়সা ইপিএস হয়েছিল।
গত ৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৯ টাকা ২৫ পয়সা।
আগামী ৯ জুন ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৫ এপ্রিল।
Batpari dividend
দিলি কাগজ ধরাই,বলতাছস লভ্যাংশ দিলাম। জিন্দেগীভর জ্বালাইছিস,জিন্দগিভর খাইছিস।ভাইয়া।
০১৮৬৮০৭৫৩২৪
[email protected]
Thanks UCB All Staff
[email protected]
আপনাদের প্রদেয় ডিবিডেনট মোটেই সনতোষ জনক নয় । সাধারন জনগনের দিকেএকটু নজর দিন। ডিবিডেনট হিসাবে পাঠানো পর information copyঅব্শ্য আমাদের নিকট দিবেন। কিছু কিছু bank সঠিক ভাবে credit করে না।কিছু দিন পর খবর নিলে আসে নাই। একটাই উওর। information যথা সময় পেলে bank খোজ নেওয়া যাই। অনেক সময় company পাঠাই না। চেপেদরলে বলে sorry. Maltinational Company দের information যথানিয়মে পাওয়া যায়। যেমন-জিপি।