আজ: শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ইং, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ১৮ই রমজান, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

৩১ মার্চ ২০২২, বৃহস্পতিবার |

kidarkar

রমজানেও টিকা কার্যক্রম চলবে- স্বাস্থ্যমন্ত্রী

শেয়ারবাজার ডেস্ক:স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, করোনা সংক্রমণ প্রতিরোধে আসন্ন রমজানেও রাজধানীসহ সারাদেশে টিকা কার্যক্রম চলবে স্বাভাবিক প্রক্রিয়ায়।

বৃহস্পতিবার (৩১ মার্চ) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘স্বাস্থ্যমন্ত্রী জাতীয় পুরস্কার ২০২০’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ কথা জানান মন্ত্রী।

তিনি বলেন, যেসব কেন্দ্রে টিকা দেওয়া হচ্ছে, সেখান থেকে যথারীতি টিকা নেওয়া যাবে।কারণ, আসছে পবিত্র রমজান মাসেও সারাদেশে স্বাভাবিক প্রক্রিয়ায় টিকা কার্যক্রম চলবে।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, ‘টিকাদানে আমরা সফলতা অর্জন করেছি। দেশে করোনার সংক্রমণ প্রতিরোধে ভ্যাকসিনেশন কার্যক্রমের শুরু থেকে এখন পর্যন্ত টিকার প্রথম ডোজের আওতায় এসেছেন ১২ কোটি ৭১ লাখ ৬৪ হাজার ৩২৩ জন। দুই ডোজ টিকা পেয়েছেন ১০ কোটি ৩১ লাখ ৩০ হাজার ৪৭৮ জন মানুষ। এ ছাড়া এ সময়ে টিকার বুস্টার (তৃতীয়) ডোজ পেয়েছেন ৮১ লাখ ৬৪ হাজার ২১১ জন।

তিনি বলেন, ২৮ মার্চ শুরু হয় টিকার দ্বিতীয় ডোজ দেওয়ার বিশেষ ক্যাম্পেইন, যা শেষ হওয়ার কথা ছিল ৩১ মার্চ । সারাদেশে এ গণটিকা কার্যক্রম আরও ৩ দিন বাড়ানো হয়েছে। আমরা ৮০ শতাংশ মানুষের শরীরে টিকাদানের লক্ষ্য নির্ধারণ করেছি।’

স্বাস্থ্যমন্ত্রী বলেন, গত ২৬ ফেব্রুয়ারি যাদের টিকার প্রথম ডোজ দেওয়া হয়েছিল তাদের দ্বিতীয় ডোজ আরও তিন দিন চলমান থাকবে ।প্রত্যেকটি হাসপাতালকে সিসি ক্যামেরার আওতায় এনে তা কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রণ করা হবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এ বি এম খুরশিদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া, স্বাস্থ্যশিক্ষা বিভাগের সচিব সাইফুল ইসলাম বাদল ও লাইন ডিরেক্টর মিজানুর রহমান প্রমুখ।

১ টি মতামত “রমজানেও টিকা কার্যক্রম চলবে- স্বাস্থ্যমন্ত্রী”

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.