সিটি ব্যাংকের লভ্যাংশ ঘোষণা
শেয়ারবাজার ডেস্ক:পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের প্রতিষ্ঠান সিটি ব্যাংক লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। গত ৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে সমাপ্ত হিসাববছরে বিনিয়োগকারীদের জন্য ২৫ শতাংশ লভ্যাংশ দেবে। এর মধ্যে ১২.৫ শতাংশ নগদ লভ্যাংশ ও ১২.৫ শতাংশ বোনাস।
বৃহষ্পতিবার (০৭ এপ্রিল) অনুষ্ঠিত ব্যাংকটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে লভ্যাংশের ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র অনুসারে, সর্বশেষ বছরে সিটি ব্যাংকের সমন্বিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে পাঁচ টাকা ১৫ পয়সা। আগের বছর সমন্বিত ইপিএস হয়েছিল চার টাকা ০৯ পয়সা।
এককভাবে ব্যাংকটির ইপিএস হয়েছে চার টাকা ৪৪ পয়সা। যা আগের বছর একই সময় ছিল তিন টাকা ৭৬ পয়সা।
আগামী ১২ জুন ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ০৫ মে।
শেয়ার বাজার তালিকাভুক্ত কোম্পানি সিটি ব্যাংক ভালো লভ্যাংশ ঘোষণা করেছে অদ্য ২৫টা কা দেখে শুনে বিনিয়োগ করলে অনেক ভালো হবে।
ব্যংাককেহাতবাধা,,,,আমার,মনে,হয়,ভাল,কিছু,হবে,না,
Your money, your decision. Profit is the difference between sales minus purchse. So sales will be more at the time of higher price whereas purchase will be more at the time of loer price. No buy at the time of higher prices
এই মুহূর্তে একমাত্র ব্যাংকখাতের শেয়ারে কোন প্রকার লস হওয়ার সম্ভাবনা নাই। বাকি সবখাত রিস্ক মনে হচ্ছে।
ব্যাংক খাতের শেয়ার গুলো অনেকদুর যাওয়ার সম্ভাবনা আছে। ব্যাংকগুলোর হাতে বিনিয়োগ করার মত প্রচুর অবস্থা আছে।
ভাল লভ্যাংশ ঘোষণায় সিটি ব্যাংক এর বর্তমান বাজার দর থেকে শেয়ার প্রতি ৭/৮ টাকা বাড়ার সম্ভাবনা রয়েছে।
এখন সিটি ব্যাংকের শেয়ার কেনার মোক্ষম সময়।
রেকর্ড ডেট এর আগে ৫-৭ টাকা বাড়তে পারে।
ব্যাংকের শেয়ার কিনে সারা বছর উল্লাসে মেতে উঠুন। ডিভিডেন্ডের মেলায় আপনি আমন্ত্রিত।