উইন্ডোজ ১১ তে পরিবর্তন আনছে মাইক্রোসফট

শেয়ারবাজার ডেস্ক:উইন্ডোজ ১১ তে বেশকিছু পরিবর্তনের ঘোষণা দিয়েছে মাইক্রোসফট। বিশেষ করে হাইব্রিড ওয়ার্ক, সিস্টেম ইম্প্রুভমেন্ট ও ভিডিও কলিং টুলের কার্যকারিতা বাড়ানো হচ্ছে। পরিবর্তনের অংশ হিসেবে নতুন ডিজাইনের ফাইল এক্সপ্লোরার যুক্ত করতে যাচ্ছে অপারেটিং সিস্টেম জায়ান্টটি। খবর এনগ্যাজেট।
ফাইল এক্সপ্লোরের পরিবর্তন হিসেবে ডিজাইন ও বিদ্যমান ট্যাবে পরিবর্তন আনার কথা জানিয়েছে মাইক্রোসফট। প্রতিষ্ঠানের এক বিবৃতি অনুযায়ী, ক্লাউড পরিষেবাযুক্ত নতুন ডিজাইনের ফাইল এক্সপ্লোরারের মাধ্যমে ব্যবহারকারীরা এক জায়গায় সব ফাইল দেখতে পারবে। যে কেউ চাইলে নতুন ট্যাব তৈরি করতে পারবে, ফাইল পিন করতে পারবে। ফলে সহজেই সব ফোল্ডারে প্রবেশ করা যাবে।
নতুন ফিচার ও টুলের বিস্তারিতসহ প্রকাশিত এক ভিডিওর তথ্যানুযায়ী, একজন ব্যবহারকারী সহজেই একটি ফাইল বা ডকুমেন্ট নির্বাচন করে এড টু ফেভোরিটে ক্লিক করে সেটিকে পিন করতে পারবে। পাশাপাশি কেউ একাধিক ট্যাব চালু রাখতে চাইলে উইন্ডোর বাম দিকে উপরে থাকা প্লাস আইকনে ক্লিক করে ট্যাব যুক্ত করতে পারবে। এগুলো ব্রাউজারের ট্যাবের মতোই দেখা যাবে।