এনআরবিসি ব্যাংকের লভ্যাংশ ঘোষণা

শেয়ারবাজার ডেস্ক:পুঁজিবাজারের তালিকাভুক্ত ব্যাংক খাতের প্রতিষ্ঠান এনআরবি কমার্শিয়াল ব্যাংক (এনআরবিসি ব্যাংক) লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে সাড়ে ৭ শতাংশ নগদ এবং সাড়ে ৭ শতাংশ বোনাস লভ্যাংশ।
বুধবার (১৩ এপ্রিল) ৩১ ডিসেম্বর ২০২১ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কোম্পানি সূত্রে জানা গেছে, সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ০৭ পয়সা। গত অর্থবছরের একই সময়ে সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ১ টাকা ৮৭ পয়সা।
এছাড়া, ২০২১ সালের ৩১ ডিসেম্বর কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৬ টাকা ২৫ পয়সা।
এই লভ্যাংশ অনুমোদনের জন্য আগামী ২ জুন বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে কোম্পানিটি। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১১ মে।
Very good
ব্যাংক খাতের লভ্যাংশ খুবই ভালো দিচ্ছে। এই ব্যাপারে বাজার সংশ্লিষ্টরা অনেকবার ভালোমত দিয়েছেন। তারপরও ব্যাংকের শেয়ারগুলোর দাম নিতান্তই কম। এখানে নিঃসন্দেহে শুভংকরের ফাঁকি কাজ করে। এত ভালো লভ্যাংশ রিটার্ন দেওয়ার পরও ব্যাংকখাতের শেয়ারগুলো এত কম দামে লেনদেন হয় কেন। এগুলো দেখার মত সুযোগ্য লোক কি এদেশে নাই। এটার সুষ্ঠু ফয়সালা হওয়া দরকার।
শেয়ার মূল্য কম হলে ভালো ,বেশি লভ্যাংশ পাওয়া যাবে
ইউনিয়ন ব্যাংকের শেয়ারের পারফরম্যান্স লজ্জা পাওয়ার মত। নতুন শেয়ার বাজারে এসে ১৫ টাকা পার হতে পারে নাই। এজন্য নতুন শেয়ারের প্রতি সাধারণ বিনিয়োগকারীদের আস্থা চলে যাচ্ছে। ভালো শেয়ার হলে অবশ্যই ভালো পারফরমেন্স করবে।
ব্যাংকখাত এত ভালো লভ্যা্্শ দেওয়ার পরও, ব্যাংকখাতের শেয়ারগুলোর এত ভরাডুবি। হায় হায় এটা কোন সমাজে বাস করছি বুঝে উঠা মুশকিল।