সাকিব এখন রূপগঞ্জের

স্পোর্টস ডেস্ক: লিগে উঠতে না পারায় তারকা ক্রিকেটারদের ছেড়ে দিয়েছে মোহামেডান। তাই মোহামেডান ছেড়ে লিজেন্ডস অব রূপগঞ্জে পাড়ি জমিয়েছেন সাকিব আল হাসান। বিষয়টি ক্রিকফ্রেঞ্জিকে নিশ্চিত করেছে রুপগঞ্জ কতৃপক্ষ।
রূপগঞ্জের আগামী ম্যাচেই দলে যোগ দেবেন তিনি। মোট ৪টি ম্যাচ খেলবেন এই অলরাউন্ডার। এর আগে মোহামেডান ছেড়ে শেখ জামালে যোগ দিয়েছিলেন মুশফিক-মিরাজ।
লিগের বাইলজ অনুযায়ী যদি নির্দিষ্ট খেলোয়াড় কোনো দলের হয়ে একটি ম্যাচও না খেলে এবং সেই দলের খেলা শেষ হয়ে গেলে দলের অনুমতি সাপেক্ষে সেই খেলোয়াড় আরেক দলে খেলতে পারে। সেই নিয়মেই দল বদল করলেন সাকিব আল হাসান।