রাশিয়াকে কঠোর বার্তা দিচ্ছে ইউক্রেনের মিত্রদের ঐক্য: বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনকে পুরোপুরিভাবে রাশিয়া কখনোই পরাস্ত বা দখল করতে পারবে না বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেন, ইউক্রেনের মিত্রদের মধ্যকার ঐক্য রাশিয়াকে এই কঠোর বার্তাই দিচ্ছে।
আজ রোববার প্রভাবশালী ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান স্টেট ডিপার্টমেন্টের বরাত দিয়ে এ কথা জানিয়েছে।
রোববার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এবং প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন কিয়েভ সফর করবেন। রাশিয়া আক্রমণ করার পর এটিই হবে যুক্তরাষ্ট্র সরকারের কর্মকর্তাদের ইউক্রেনে প্রথম কোনো আনুষ্ঠানিক সফর।
এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি শনিবার বলেছেন, মারিউপোলে ইউক্রেনের লোকদের হত্যা করা হলে যেকোনো আলোচনা প্রক্রিয়া থেকে সরে আসবে ইউক্রেন।
USA, UK, ANADA, AUSTRALIA EU, G7, NATO, IMF, WORLD BANK, WHO and other worldwide war association under usa had been fighting and will be fighting against Russia, INDIA, CHINA (RIC). THESE ARE greater UNFORTUNATE for the world. As usa can collect information in multi-various ways, so it is always believable. that USA NEVER NEED ANY ENEMY. USA CAN MAKE ENIMY AND TURN TO MAKE FRIENDS.